ঢাকা, ২ জুলাই ২০২৫, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৫ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

সার্বিয়ায় সোনাগাজীর পাপ্পুকে অপহরণের পর নির্যাতন

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
২ জুলাই ২০২৫, বুধবার
mzamin

ফেনীর সোনাগাজীর ফয়জুল বিল্লাহ পাপ্পু (৩০) নামে এক সার্বিয়া প্রবাসী যুবককে আপহরণ করে ২ কোটি ৩০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের ভিডিও চিত্র পাঠানোর ২০ দিন ধরে নিখোঁজ রয়েছে ওই যুবক। তার পরিবারের সদস্যরা চরম উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। অপহৃত পাপ্পু সোনাগাজী মোহাম্মদ ছাবের সরকারি পাইলট হাইস্কুলের সিনিয়র শিক্ষক ছেরাজুল হকের বড় ছেলে। উন্নত জীবনের স্বপ্ন নিয়ে পাঁচ বছর পূর্বে সার্বিয়া যান তিনি। কিন্তু সেই স্বপ্ন এখন ভয়াবহ এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। 
ভুক্তভোগীর পরিবারটি জানায়, গত ১৪ই জুন রাত ৮টা ৪৯ মিনিটে একটি অচেনা নম্বর থেকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল আসে। এতে দেখা যায়, ছেলের শরীরের বিভিন্নস্থানে গুরুতর জখম। সেইসঙ্গে বাংলাদেশি প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে পাঠানো হয় বাংলাদেশের আটটি ব্যাংক ও মোবাইল নম্বর। তিনদিনের মধ্যে টাকা না দিলে ছেলেকে হত্যা করা হবে বলে হুমকি দেয় অজ্ঞাত দুর্বৃত্তরা। কয়েক দফা ভিডিও কলে পাপ্পুকে শারীরিকভাবে নির্যাতন করে সেই দৃশ্য ও শব্দ পরিবারের সদস্যদের দেখানো হয়। ১৭ই জুন রাত ১টা ১৫ মিনিটে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ফোনে জানায়, নির্যাতন সইতে না পেরে পাপ্পু বসনিয়ার একটি হাসপাতালে হার্ট অ্যাটাক করে মারা গেছে। তবে এ বিষয়ে কোনো সরকারি নিশ্চয়তা বা প্রমাণ পায়নি পরিবার। 
ঘটনার পর গত ১৬ই জুন তার মা বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ অনুযায়ী একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ ফুলগাজী উপজেলার আনন্দপুর গ্রামের মো. মিয়ার ছেলে মো. ইব্রাহীমকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। পাপ্পুর মা বলেন, আমার ছেলেকে বাঁচান। যেভাবেই হোক, তাকে দেশে ফিরিয়ে আনুন। তার মৃত্যু হলেও যেন অন্তত জানাজা পড়াতে পারি। সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজীদ আকন বলেন, একজন আসাামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। অপরাধীদের দেয়া ব্যাংক অ্যাকাউন্টগুলো চিহ্নিত করতে আদালতের কাছে আবেদন করা হয়েছে। আদালতের আদেশ পেলে বাংলাদেশে অবস্থানরত অপরাধীদের চিহ্নিত করা সহজ হবে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status