প্রথম পাতা
আমরা ফুল গিয়ারে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছি, তারিখ নিয়ে আলোচনা হয়নি
স্টাফ রিপোর্টার
২ জুলাই ২০২৫, বুধবার
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিন। বৈঠক প্রসঙ্গে তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছিলেন, ফুল গিয়ারে ভোটের প্রস্তুতি চলছে বলে উনাকে জানিয়েছি। এ ছাড়া নির্বাচনের সময়সীমা নিয়ে সিইসি বলেন, লন্ডনে ফেব্রুয়ারির কথা এসেছে, আবার এপ্রিলের কথাও এসেছে। আমরা ওই দু’টি টাইফ্রেমকে সামনে রেখেই প্রস্তুতি নিচ্ছি। গতকাল বিকালে নির্বাচন ভবনে নিজের দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাঁচদিন আগের ওই বৈঠক নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এসব কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে এটা ছিল সৌজন্য সাক্ষাৎ। সৌজন্য সাক্ষাৎ হলেও নির্বাচন সংক্রান্ত আলোচনা এসেছে। তবে কোনো এজেন্ডা নিয়ে আলোচনা হয়নি। উনি যেটা জানতে চেয়েছেন, উনি একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দিতে চান, আমাদের প্রস্তুতি আছে কিনা। আমি বলেছি, আমরা ফুল গিয়ারে প্রস্তুতি নিচ্ছি। যাতে সরকার যখন নির্বাচন চায়, তখন যেন আমরা আয়োজন করতে পারি। প্রধান উপদেষ্টার সঙ্গে নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি জানিয়ে তিনি বলেন, নির্বাচনের তারিখ এবং শিডিউল যথাসময়ে জানতে পারবেন। এটা জানতে আপনাদের একটু অপেক্ষা করতে হবে। সৌজন্য সাক্ষাতের মাধ্যমে আমি বুঝতে পেরেছে উনি (প্রধান উপদেষ্টা) অত্যন্ত আন্তরিক। একটা নিরপেক্ষ নির্বাচন যাতে হয়, সেটাই চান প্রধান উপদেষ্টা। এখানে উনার সঙ্গে আমাদের মত মিলে গেছে। নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করার জন্য আমরা এখন একই জায়গায় আছি।
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর দু’দিন অফিস না করা প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমি শারীরিকভাবে একটু অসুস্থ। হাসপাতালে শুয়ে শুয়ে যেসব নিউজ দেখছিলাম, তাতে আমি নিজেকে বার বার আবিষ্কার করছিলাম। হাদিসে আছে, তোমরা অনুমান দ্বারা পরিচালিত হইও না। আমি হাসপাতালে শুয়ে শুয়ে এসব চিন্তা করছিলাম। এই অনুমানের মধ্যে দেখলাম কেউ কেউ আমাকে পদত্যাগ করিয়ে দিয়েছে। কেউ কেউ বলে আমি (প্রধান উপদেষ্টার সঙ্গে) কথা বলার পর অসুস্থ হয়ে গেছি। নানা ধরনের ব্যাখ্যা-বিশ্লেষণ। আগে থেকেই আমার হাসপাতালে শিডিউল ছিল। আমার কী অসুস্থ হওয়ার অধিকারটাও নেই।
কোন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন-এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, এই মুহূর্তে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করেই প্রস্তুতি নিচ্ছি। যদি স্থানীয় সরকার নির্বাচন করতে হয়, তাহলে আমার ভোটার লিস্ট ব্যবহার করতে পারবো। সেটা তো হতে পারে। কিন্তু আমাদের ফোকাস জাতীয় নির্বাচন। কারণ প্রধান উপদেষ্টা স্থানীয় নির্বাচনের কথা বলছেন না। উনি জাতিকে যে ওয়াদা দিচ্ছেন, দেশে-বিদেশে যে কথা বলছেন, উনি তো স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছেন না, উনি জাতীয় নির্বাচনের কথা বলছেন। আমরা উনার ওই কথাকে কেন্দ্র করেই প্রস্তুতি নিচ্ছি।
নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে আলোচনা হয়েছে কিনা-এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, প্রথমে উনি (প্রধান উপদেষ্টা) বলেছিলেন, ২০২৬ সালের প্রথমদিকে ভোট হবে। আজকেও সংবাদে দেখলাম মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন, আগামী বছরের প্রথম দিকে সংসদ নির্বাচন হবে। আমি জানি না আসলে। নির্বাচনের সময় নিয়ে কোনো কথা হয়নি। সম্প্রতি লন্ডনে প্রধান উপদেষ্টা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ তুলে ধরে সিইসি বলেন, আপনারা শুনেছেন, লন্ডনে ফেব্রুয়ারির কথা এসেছে, এর আগে এপ্রিলের কথাও এসেছে। আমরা ওই দু’টি টাইফ্রেমকে সামনে রেখেই প্রস্তুতি নিচ্ছি।
নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে এনসিপি’র দাবির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সিইসি বলেন, আমি কোনো মন্তব্য করতে চাই না। রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিতে পারে, কিন্তু আমি একজন অথরিটি হিসেবে কোনো বক্তব্য দিতে চাই না। রাজনৈতিক দল তো কতো রকম কথাই বলে। আরেক প্রশ্নের জবাবে সিইসি বলেন, কোনো বার্তা, নির্দেশনা আমাদেরকে দেয়া হয়নি। আমাদেরকে কেউ কিছু বলেনি। আমরা কি কারও পক্ষ নিয়ে কাজ করছি? আমরা কি চেয়ারে জোর করে বসেছি? আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে, একটি সিলেকশন প্রসেসের মাধ্যমে এসেছি। আমরা তো উড়ে এসে জুড়ে বসি নাই এবং আমরা আগস্টের বিপ্লবের পরের ফসল।
সাবেক দুই প্রধান নির্বাচন কমিশনার জেলে রয়েছেন- এ বিষয়ে সিইসি এ এম এম নাসির উদ্দিনের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, বিচারাধীন বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করতে চায় না।