ঢাকা, ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৬ মহরম ১৪৪৭ হিঃ

বিশ্বজমিন

বাসভবনে পাওয়া গেল পর্নো তারকার মৃতদেহ

মানবজমিন ডেস্ক

(২০ ঘন্টা আগে) ২ জুলাই ২০২৫, বুধবার, ১০:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:২৬ পূর্বাহ্ন

mzamin

ব্যাপক পরিচিত ছিলেন তিনি। বিশেষ করে প্রাপ্তবয়স্কদের কাছে। তিনি পর্নো তারকা ও নেটফ্লিক্স তারকা কাইলি পেজ (২৮)। কিন্তু আকস্মিক কি হলো! যুক্তরাষ্ট্রের লস অ্যানজেলেসে নিজের বাড়িতে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। কিভাবে মারা গেলেন, নাকি কোনো অঘটন ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। এ খবর দিয়ে অনলাইন নিউ ইয়র্ক পোস্ট বলছে,  লস অ্যানজেলেস কাউন্টির মেডিকেল এক্সামিনার অফিস তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তার জন্ম ওকলাহোমার টালসায়। আসল কাইলি পাইলান্ট। কিন্তু বেশি পরিচিতি পান কাইলি পেজ নামে। ২০১৬ সালে তিনি প্রাপ্তবয়স্কদের চলচ্চিত্র জগতে প্রবেশ করেন এবং ২০০টিরও বেশি পর্নোগ্রাফিক ছবিতে অভিনয় করেন। ২০১৭ সালে তিনি নেটফ্লিক্সের ডকু-সিরিজ ‘হট গার্লস ওয়ান্টেড: টার্নড অন’-এ অংশ নেন। এতে পর্নো ইন্ডাস্ট্রিতে পুরুষ ও নারীদের জীবনচিত্র তুলে ধরা হয়। সিরিজটিতে কাইলি তার মাদকাসক্তির অভিজ্ঞতা এবং মানসিক সংগ্রামের কথাও খোলামেলা বলেন।

কানাডাভিত্তিক বিখ্যাত একটি পর্নোসাইটের জন্য কাইলি দীর্ঘদিন কাজ করেছেন। তার মৃত্যুর পর শোকবার্তায় তারা লিখেছে, কাইলি পেজের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার হাসি, দয়ালু মন ও চারপাশে আলো ছড়িয়ে দেওয়ার গুণ আমরা সবসময় মনে রাখবো। তার পরিবার, বন্ধু ও ভক্তদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। সমবেদনা ও শোক জানানো হয়েছে বিভিন্ন মহল থেকে। তবে তার পরিবার জানিয়েছে, তার মৃতদেহ ওকলাহোমায় ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যয় নির্বাহের জন্য গোফান্ডমি পেজ চালু করা হয়েছে। এর ফান্ডরাইজিং অংশে লেখা হয়েছে, কাইলি ছিলেন এমন এক মেয়ে যিনি হৃদয় দিয়ে ভালোবাসতেন, একজন বোন যিনি কখনো আপনজনদের ছেড়ে দিতেন না, আর এমন একজন বন্ধু যিনি নিজের আগ্রহেই পাশে এসে দাঁড়াতেন। আমরা তাকে অকালেই হারিয়েছি। এখন আমরা তাকে ক্যালিফোর্নিয়া থেকে মধ্য পশ্চিমে তার আপন ভুবনে ফিরিয়ে নিতে চাই। সেখানে তিনি পরিবার ও প্রিয়জনদের মাঝে বিশ্রাম নেবেন।

তার এজেন্সির প্রতিনিধি অ্যালেক্স ম্যাক বলেন, কাইলিকে হারানো অত্যন্ত কষ্টের। তিনি ছিলেন এক উদার হৃদয়ের মানুষ, দুর্দান্ত বন্ধু, যিনি সবসময় উষ্ণতা ও শক্তি ছড়িয়ে দিতেন। আমি তাকে সবসময় এমনভাবেই মনে রাখব- জীবনে ভরপুর, সদয়।

 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান/ একাধিক দেশ ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে প্রস্তুত

নেতানিয়াহুর ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প/ ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

১০

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান/ সকল বিকল্প উন্মুক্ত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status