ঢাকা, ৪ জুলাই ২০২৫, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৭ মহরম ১৪৪৭ হিঃ

অর্থ-বাণিজ্য

ব্যাগেজ রুলসে মোবাইল ও স্বর্ণ আনায় বড় ছাড়

অর্থনৈতিক রিপোর্টার
৪ জুলাই ২০২৫, শুক্রবার
mzamin

প্রবাসী বাংলাদেশিদের বাড়তি সুবিধা এবং যাত্রীবান্ধব সেবা নিশ্চিত করতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ব্যাগেজ রুলস সংশোধন করেছে। গত ২রা জুন ‘অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা-২০২৫’ জারি করা হয়। বুধবার ইস্যুকৃত নতুন এসআরওতে কিছু সংশোধনী আনা হয়েছে। এনবিআর জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন। সর্বশেষ সংশোধনসহ সার্বিক বিবেচনায় নতুন ব্যাগেজ রুলসের উল্লেখযোগ্য পরিবর্তনগুলো নিম্নরূপ: 
বিদ্যমান ব্যবস্থায় শুল্ক পরিশোধ করে একজন যাত্রী একটি নতুন মোবাইল ফোন আনতে পারেন। পরিবর্তিত ব্যবস্থায় একজন ভ্রমণকারী যাত্রী শুল্ক পরিশোধ না করে প্রতি বছরে একবার একটি নতুন মোবাইল ফোন আনতে পারবেন। তবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক ইস্যুকৃত বিএমইটি কার্ডধারী এবং ন্যূনতম ছয় মাস বিদেশে অবস্থান করেছেন এমন প্রবাসী বাংলাদেশি কোনো শুল্ক-কর না দিয়ে বছরে দু’টি নতুন মোবাইল ফোন আনতে পারবেন।
কোনোরূপ শুল্ক-কর পরিশোধ না করে একজন যাত্রী কোনো পঞ্জিকা বছরে একবার ভ্রমণে অথবা কয়েকবার ভ্রমণে সর্বমোট ১০০ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার বা ২০০ গ্রাম ওজনের রৌপ্যের অলঙ্কার আনতে পারবেন। নতুন ব্যবস্থায়, তোলা প্রতি ৫ হাজার টাকা শুল্ক-কর পরিশোধ করে একজন যাত্রী কোনো পঞ্জিকা বছরে একবার ১০ তোলা ওজনের একটি স্বর্ণবার আনতে পারবেন। বিদেশ থেকে আগত সব যাত্রী অনলাইনে ব্যাগেজ ঘোষণা ফরম জমা দিতে পারবেন। তবে ব্যাগেজ সুবিধার অপব্যবহার রোধকল্পে কাস্টমস হল বা কাস্টমস এলাকা ত্যাগ করার পূর্বেই ব্যাগেজ ঘোষণা প্রদান বাধ্যতামূলক করা হয়েছে। 
এনবিআর বলছে, যাত্রীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এবং বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের প্রতি রাষ্ট্রের দায়িত্ববোধের অংশ হিসেবে এই নতুন নিয়ম প্রণয়ন করা হয়েছে। তবে, অন্যান্য ব্যাগেজ সুবিধাগুলো পূর্বের মতোই অপরিবর্তিত থাকবে।

 

অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন

আরও খবর

অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status