বিনোদন
ক্ষোভ ঝাড়লেন উরফি
বিনোদন ডেস্ক
৬ জুলাই ২০২৫, রবিবার
‘দ্য ট্রেটর্স ইন্ডিয়া’য় জেতার জন্য খুন-ধর্ষণের হুমকি পাচ্ছেন উরফি জাভেদ। সম্প্রতি হুমকির সেই স্ক্রিনশটগুলো শেয়ার করে উরফি বলেন, আসলে আমি যেটাই করি না কেন, মানুষ আমাকে ঘৃণা, হেনস্তা করতে ভালোবাসে। তবে, আমার এই জার্নিটা কিন্তু সহজ ছিল না। অনেকবার কেঁদেছি। কতোবার ভেঙে পড়েছি, শো ছেড়ে দিতে চেয়েছি। লোকের কাছ থেকে জামা-কাপড় ধার নিয়েছিলাম বিগ বস-এ পরার জন্য। তখনো জানতাম না পাওনাগুলো মেটাতে পারবো কি না।