বিনোদন
‘আমাকে পাকিস্তানি বলে দিব্যি চালিয়ে দেয়া যায়’
বিনোদন ডেস্ক
৬ জুলাই ২০২৫, রবিবার
নানা কারণে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রয়েছে কারিনা কাপুর খানের। এক সাক্ষাৎকারে কারিনা মন্তব্য করে বসেন, তাকে পাকিস্তানি হিসেবে দিব্যি চালিয়ে দেয়া যায়। কারিনা তার ক্যারিয়ারের শুরুতেই ‘রিফিউজি’ ছবিতে পাকিস্তানি মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। তারপর ‘কুরবান’ ছবিতেও প্রতিবেশী রাষ্ট্রের নাগরিক হিসেবে তাকে দেখা যায়। এ ছাড়াও, ২০১২ সালে পাকিস্তানে এক অনুষ্ঠানে অভিনেত্রী নিজেই জানান, স্বামী সাইফ আলী খানের বেশ কিছু আত্মীয়-পরিজন এখনো পাকিস্তানে রয়েছেন। তারা প্রায়ই ফোন করে পাকিস্তানে আসার নিমন্ত্রণ জানান। কারিনাও জানান, সময় সুযোগ পেলে নিশ্চয়ই যাবেন। পাশাপাশি কারিনা আরও বলেন, আমি ক্যারিয়ারের শুরুতেই পাকিস্তানি মেয়ের চরিত্রে অভিনয় করেছি। তাই হয়তো আমাকে পাকিস্তানি বলে দিব্যি চালিয়ে দেয়া যায়। কারিনা বছর দশেক আগেও পাকিস্তানে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। সেখানকার শিশুকন্যাদের পড়াশোনার গুরুত্ব কতোটা, তা বোঝাতেই সেখানে যেতে চেয়েছিলেন। এ ছাড়া, মাস কয়েক আগে দুবাই গিয়েছিলেন কারিনা। সেখানে গিয়েই পাকিস্তানি পোশাকশিল্পী ফরাজের মানানের সঙ্গে দেখা হয় অভিনেত্রীর। অতীতেও একাধিকবার ফরাজের পোশাক সংস্থার মুখ হিসেবে কাজ করেছেন তিনি। দুবাইয়েও তারই বিপণি সংস্থার অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন কারিনা। সেই অনুষ্ঠানের বেশ কিছু ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন ফরাজ। পেহেলগাম কাণ্ডের পর পাকিস্তানি পোশাকশিল্পীর সঙ্গে কারিনার সেই সব ছবি ঘিরে বিস্তর বিতর্ক হয়।