বিনোদন
বিচ্ছেদের পরবর্তী সময়গুলো নিয়ে মুখ খুললেন মিথিলা
স্টাফ রিপোর্টার
৬ জুলাই ২০২৫, রবিবার
বিচ্ছেদের পরবর্তী সময়ে কেমন সময় পার করেছেন, তা নিয়ে সম্প্রতি এক পডকাস্টে নানা কথা বলেছেন রাফিয়াথ রশিদ মিথিলা। বিচ্ছেদের পর প্রাথমিক সময়ে রীতিমতো সিঙ্গেল মাদারে পরিণত হন মিথিলা, যে সময়টা ছিল তার জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং। তা নিয়েই মুখ খুলেছেন মিথিলা। তিনি বলেন, আইরা কখনো তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়নি। তারা দু’জনেই কমবেশি নিজের মেয়ের দেখভাল করেন। মিথিলার মতে, মাতৃত্ব সহজ কিছু না। তিনি আরও বলেন, ওর বাবার সঙ্গেও ওর খুব ভালো সম্পর্ক, সব সময় ও যায়, একসঙ্গে বেড়াতে যাচ্ছে, বাইরে যাচ্ছে কিংবা মাঝে মাঝে থাকতে যায়। তার মানে এই না যে, শুধু আমিই আছি, ওর বাবাও অনেকটাই আইরার সঙ্গে রয়েছে। সেদিক থেকে আইরা বাবার ভালোবাসা মিস করেনি। এখনো আমরা কো-প্যারেন্টিং করে যাচ্ছি। মিথিলা জানান, একজন সিঙ্গেল মাদার হিসেবে কঠিন ব্যাপারটি হচ্ছে- যখন আমার বিচ্ছেদ ঘটে, তখন আইরার বয়স এক-দেড় বছর। মানে ও খুব ছোট ছিল, তখন আমাদের পাবলিসিটি, সমাজ, ফ্যামিলি, সবার ইনভল্ভমেন্ট, এটা-সেটা কীভাবে হ্যান্ডেল করবো- এটাই ভাবতে হতো; যা ছিল চ্যালেঞ্জিং ও কঠিন সময়।