ঢাকা, ৬ জুলাই ২০২৫, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৯ মহরম ১৪৪৭ হিঃ

প্রথম পাতা

এনসিপিতেও ঠাঁই নিচ্ছে আওয়ামী লীগের নেতারা

আরিফুল ইসলাম
৬ জুলাই ২০২৫, রবিবার
mzamin

শেখ হাসিনার পতনের পর থেকেই আওয়ামী লীগ নেতাকর্মীরা বিভিন্ন রাজনৈতিক দলে ঠাঁই নেয়ার চেষ্টায় আছেন। অন্যান্য দলের মতো গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি- এনসিপিতেও ঠাঁই হচ্ছে তাদের। এনসিপি’র মহানগর, জেলা, উপজেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন বিগত সময়ে আওয়ামী লীগের পদধারী নেতারা। যেখানে জুলাই হত্যা মামলার আসামিও রয়েছেন। এসব নেতা নতুন দলে তার অনুসারীদের নিয়ে দলবলে যোগ দেয়ার ঘটনাও ঘটেছে। এ ছাড়া বিগত সময়ে আওয়ামী লীগের ছায়ায় রাজনীতি করা জাতীয় পার্টির নেতারাও নতুন দলে স্থান পাচ্ছেন। এনসিপিতে আওয়ামী লীগের এমন এক সময় পুনর্বাসন হচ্ছে যখন জনদাবির মুখে দলটির কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বিষয়টি স্বীকারও করেছেন এনসিপি নেতারা। তবে যাচাই-বাছাইতে এমন তথ্যের সত্যতা পাওয়া গেলে ওসব নেতাকে দলের কমিটি থেকে বাদ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন তারা। 

গত ২৮শে ফেব্রুয়ারি আত্মপ্রকাশের পর ২২শে জুন নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করে এনসিপি। ওইদিন দলটি ইসি’র কাছে ২টি মহানগর, ৩৩টি জেলা এবং ১৫০টি উপজেলা কমিটির তথ্য দেয়। নির্বাচনী প্রতীক হিসেবে চাওয়া হয় শাপলা। এরপরও বেশ কয়েকটি কমিটি দিয়েছে এনসিপি। সর্বশেষ তথ্য অনুযায়ী সারা দেশে এনসিপি’র ৪টি মহানগর, ৪০টি জেলা এবং ১৭৩টি উপজেলা কমিটি রয়েছে। এসব কমিটির বেশ কিছু জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ঠাঁই হয়েছে। যেটি গণমাধ্যমে প্রকাশিতও হয়েছে। 

গত ২২শে জুন ‘লালপুরে এনসিপি’র কমিটিতে আওয়ামী লীগ ও জাপা নেতা’ শিরোনামে সংবাদ প্রকাশ হয় দৈনিক মানবজমিনে। প্রতিবেদনে বলা হয়, নাটোরের লালপুরে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাদের নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক কৃষক লীগ নেতা হুমায়ুন কবির ও যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন গোপালপুর পৌর জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রান্টু। ১৮ই জুন রাতে দলটির সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চল মুখ্য সংগঠক সারজিস আলমের অনুমোদিত ২৪ জনের কমিটি বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া যায়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয় উপজেলায়। ২৪শে জুন দৈনিক প্রথম আলো অনলাইনে ‘হবিগঞ্জে এনসিপি’র সমন্বয় কমিটিতে জুলাইয়ের হত্যা মামলার আসামি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এতে বলা হয়, হবিগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় কমিটিতে স্থান পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যা মামলার এক আসামি। এ ছাড়া কমিটিতে আওয়ামী লীগের নেতাকর্মীরাও আছেন। এ নিয়ে আপত্তি উঠেছে দলের ভেতর থেকে। এনসিপি সূত্র জানায়, ১৫ই জুন হবিগঞ্জ জেলার আংশিক সমন্বয় কমিটি ঘোষণা করা হয়। নাহিদ উদ্দিন তারেককে প্রধান সমন্বয়কারী ও মো. মাহবুবুল বারী চৌধুরীকে যুগ্ম সমন্বয়ক করে ২৩ সদস্যের এই জেলা সমন্বয় কমিটি গঠন করা হয়। কমিটিতে গণঅধিকার পরিষদ থেকে বহিষ্কৃত নেতা মাহবুবুল বারী চৌধুরীকে যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে। এ ছাড়া কমিটিতে সদস্য করা হয়েছে লাখাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে জয়ী কামাল আহমেদ, চুনারুঘাট সদর ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে জয়ী চেয়ারম্যান মাহবুবুর রহমান চৌধুরী নোমান, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও মাদক মামলায় গ্রেপ্তার হওয়া চুনারুঘাটের মির দুলাল। তাদের মধ্যে মাহবুবুর রহমান চৌধুরী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ী থানায় করা একটি হত্যা মামলার আসামি। আর নাসির উদ্দিনের নামে চাঁদাবাজির অভিযোগে মামলা আছে।

১৫ই জুন দেশ রূপান্তরে ‘জামালপুর এনসিপি’র কমিটিতে আওয়ামী লীগ নেতা’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, জামালপুরের বকশীগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটিতে আওয়ামী লীগ নেতাকে পদ দেয়া হয়েছে। এ নিয়ে উপজেলা জুড়ে সমালোচনা শুরু হয়েছে। কমিটিতে আওয়ামী লীগ নেতা মো. তৌহিদুজ্জামান তৌহিদকে করা হয়েছে যুগ্ম সমন্বয়কারী। আওয়ামী লীগ নেতা মো. তৌহিদুজ্জামান তৌহিদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজ কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থীর দায়িত্বেও ছিলেন। 

২১শে জুন বাংলা ট্রিবিউনে ‘এনসিপি’র কমিটিতে যুবলীগ নেতা’ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমন্বয়ক কমিটিতে স্থান পেয়েছেন ওমর ফারুক চৌধুরী নামে এক যুবলীগ নেতা। এই ঘটনায় রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। ১৫ই জুন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত ১৭ সদস্যবিশিষ্ট একটি সমন্বয়ক কমিটি অনুমোদন করা হয়। সমন্বয় কমিটিতে সদস্য পদে ৯ নম্বরে নাম রয়েছেন ওমর ফারুক চৌধুরীর। যিনি সাবেক ছাত্রলীগ নেতা, উপজেলা তথ্য প্রযুক্তি লীগের সদস্য ও ইসবপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।
২৭শে জুন ইত্তেফাকে ‘আগে করতেন ছাত্রলীগ, এখন তিনি এনসিপি নেতা’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, কুষ্টিয়ার কুমারখালী উপজেলা শাখা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় কমিটিতে যুগ্ম সমন্বয়কারী পদ পেয়েছেন আসাদুজ্জামান আলী নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক সাবেক নেতা। তিনি কুমারখালী পৌর শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। পদ পাওয়ার পর বেপরোয়া হয়ে ওঠেন আসাদুজ্জামান আলী। তার বিরুদ্ধে চাঁদাবাজি, মামলা বাণিজ্য, শেল্টার বাণিজ্য, ঘুষ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও অপকর্মের অভিযোগ রয়েছে। 

১৫ই জুন ইত্তেফাকে প্রকাশিত ‘১০ মাসে ৩ দল বদল করে এখন এনসিপি’র নেতা’ শিরোনামে প্রতিবেদনে বলা হয়, জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মাজহারুল ইসলাম মিন্টুকে উপজেলা এনসিপি’র যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে। জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর যুবলীগের নেতা মাজহারুল ইসলাম মিন্টু ২০২৪ সালের ২২শে নভেম্বর উপজেলা গণঅধিকার পরিষদের কার্যনির্বাহী কমিটির ১ নম্বর সদস্য হন। এর প্রায় তিন মাস পর গত ১৮ই ফেব্রুয়ারি জামালপুর জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) যুগ্ম আহ্বায়ক বনে যান। এর প্রায় চার মাস পর শনিবার উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী হন।

২১শে জুন ইত্তেফাকে প্রকাশিত ‘আওয়ামী লীগ থেকে গণঅধিকার পরিষদে, নির্বাচনে জামানত হারিয়ে এবার এনসিপি নেতা’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনা ২০২৪ সালের। সেই বছর ২৯শে মে অনুষ্ঠিত হয় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হয়ে মোটরসাইকেল প্রতীক নিয়ে নওগাঁর রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. গোলাম রাব্বানী। গত ৫ই আগস্টের পর থেকে গণঅধিকার পরিষদের (জিওপি) নেতা হিসেবে আবির্ভূত হন গোলাম রাব্বানী। আওয়ামী লীগ সম্পৃক্ততার অভিযোগে তাকে বহিষ্কার করে গণঅধিকার পরিষদ। এরপর ঢাকঢোল পিটিয়ে চেয়ারম্যান পদে নির্বাচনে জামানত হারানো এই নেতা যোগ দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে। 

২১শে জুন দ্য ডেইলি ক্যাম্পাসের ‘আওয়ামী লীগ নেতার অন্তর্ভুক্তি বিতর্কে এনসিপি’র কমিটি স্থগিত’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কমিটিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও যুবলীগের একাধিক নেতাকর্মীর নাম অন্তর্ভুক্ত হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। তাদের আওয়ামী লীগের বিভিন্ন সভা-সমাবেশে তোলা ছবি ভাইরাল হয়, যা নিয়ে প্রশ্ন ওঠে ‘আওয়ামী লীগের নেতাকর্মী কীভাবে এনসিপি’র কমিটিতে স্থান পেলেন?’

১৬ই জুন ঢাকা পোস্টে ‘ফরিদপুরে এনসিপি’র প্রধান সমন্বয়কারী আওয়ামী লীগ নেত্রীর মেয়ে, কমিটি নিয়ে ক্ষোভ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ২৩ সদস্যের এই কমিটিতে সৈয়দা নীলিমা দোলা নামে একজনকে প্রধান সমন্বয়কারী পদ দেয়া হয়। যিনি ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগমের মেয়ে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফরিদপুরের ছাত্র-জনতার বুকে গুলি চালানোর অভিযোগে অভিযুক্ত ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি ও বিতর্কিত ঠিকাদার গোলাম মোহাম্মদ নাসিরের ভাগ্নি।

২১শে জুন ঢাকা পোস্টে ‘আওয়ামী লীগ ও ইসকন সদস্যকে পুনর্বাসনের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশকে অবাঞ্ছিত ঘোষণা করে মৌলভীবাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাধারণ ছাত্র-জনতা। ২রা জুন দিবাগত রাত সোয়া ১০টার দিকে মৌলভীবাজার প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। বিক্ষুব্ধ ছাত্র-জনতার দাবি, এনসিপি’র কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন। এজন্য তারা আওয়ামী লীগের পুনর্বাসনকারী হিসেবে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন।

১৭ই মে আজকের পত্রিকায় প্রকাশিত ‘নেতাকর্মীদের নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগ নেতার এনসিপিতে যোগদান’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়, মাদারীপুরের রাজৈরে এক আওয়ামী লীগের নেতা ও সাবেক এক কাউন্সিলরসহ মৎস্য ব্যবসায়ী সমিতির দুই শতাধিক সদস্য আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেছেন। গত ১৭ই মে দুপুরে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা এনসিপিতে যোগদান করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজৈর উপজেলা এনসিপি নেতাদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে যোগদান করেন রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টেকেরহাট মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল হাওলাদার। আরও যোগ দেন রাজৈর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাহিম হাওলাদার। 

২১শে জুন দৈনিক সমকালে প্রকাশিত ‘এনসিপি’র কমিটিতে আওয়ামী লীগ নেতাকর্মী, সমালোচনার ঝড়’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৯ সদস্যের কমিটিতে একাধিক আওয়ামী লীগ নেতা ও তাদের পরিবারের সদস্যদের পদ দেয়ার অভিযোগ আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। উপজেলা কমিটির সদস্য পদ পাওয়া গিয়াস উদ্দিন উপজেলার ভাংনামারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। কমিটির অপর সদস্য সেলিম মিয়া ছিলেন ভাংনামারী ইউনিয়নের বঙ্গবন্ধু পরিষদের নেতা। 
এনসিপি’র যুগ্ম সদস্য সচিব (দপ্তর) মুশফিক-উস-সালেহিন মানবজমিনকে বলেন, আমরা যখন এ ধরনের ঘটনার সত্যতা পেয়েছি তখনই কমিটি থেকে তাদের বাদ দিয়েছি। এ কমিটিগুলো মূলত আমাদের স্থানীয় নেতারা সংগঠিত করে থাকেন। এ ক্ষেত্রে কেন্দ্র থেকে জনে জনে অতীত তথ্য যাচাই-বাছাই করা আমাদের জন্য কঠিন। তবে যখনই আমরা জানতে পেরেছি আমাদের কমিটিতে থাকা কারও সঙ্গে অতীতে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা ছিল, তখনই আমরা তাদের বাদ দিয়েছি। তিনি বলেন, কোনো আওয়ামী লীগ নেতার সঙ্গে ছবি থাকা আর আওয়ামী লীগের কমিটিতে থাকা দু’টি ভিন্ন জিনিস। ছবি যে কারও সঙ্গেই থাকতে পারে। ওভাবে হলে তো আমাদের সবারই কোনো না কোনো আওয়ামী লীগ নেতার সঙ্গে ছবি আছে- তাই আমরা জোর দিয়েছি যদি কেউ আওয়ামী লীগের পদধারী হয়ে থাকে বা এলাকায় নিপীড়ন করে থাকে তাদের কোনোভাবেই আমাদের দল এনসিপিতে জায়গা দেয়া হবে না। তৃণমূলকেও এ ধরনের নির্দেশনা দেয়া আছে। আওয়ামী লীগের কারও আমাদের দলে জায়গা হবে না। 
 

প্রথম পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

প্রথম পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status