রাজনীতি
সিলেটে মির্জা ফখরুল
ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশ সঠিক পথে উঠবে
স্টাফ রিপোর্টার, সিলেট
(১ দিন আগে) ৭ জুলাই ২০২৫, সোমবার, ১১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৩ পূর্বাহ্ন

আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশ রাইট ট্র্যাকে (সঠিক পথে) উঠবে বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এর মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।’ সোমবার সকালে সিলেটের হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘দীর্ঘ ১৫ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি। আমাদের ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে। কয়েক হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। আর এক হাজার ৭০০-এর উপরে মানুষকে গুম করা হয়েছে। পরবর্তীতে চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র ও জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয়।’
এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘বিগত সময়ে দেশের মানুষ নিজেদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য যে লড়াই করেছে, আমরা সবাই আশাবাদী নির্বাচনের মধ্য দিয়ে দেশ রাইট ট্র্যাকে ফিরবে।’
এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন-বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক, আরিফুল হক চৌধুরী ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
এর আগে এদিন সকাল ৯টা ২৫ মিনিটে একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পাঠকের মতামত
ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশ সঠিক পথে উঠবে? When will BNP get rid of Awami/RAW agents that have taken control over their party and start walking the right path?