ঢাকা, ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

হেফাজতে ইসলাম

১৮৮ সদস্যবিশিষ্ট সিলেট মহানগর পূর্ণাঙ্গ কমিটি গঠন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার

হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেছেন- সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার কমিশনের পক্ষ থেকে বাংলাদেশে কার্যালয় স্থাপনের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা নিয়ে আমরা গভীর উদ্বেগ ও আশঙ্কা প্রকাশ করছি। বুধবার বিকালে হেফাজতে ইসলামের সিলেট মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিচিতি সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখার ১৮৮ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির তালিকা পাঠ করেন সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ আসজাদ আহমদ। পূর্ণাঙ্গ কমিটি হলো- সভাপতি মাওলানা মুশতাক আহমদ খান। সিনিয়র সহ-সভাপতি মাওলানা খলিলুর রহমান। সহ-সভাপতি মাওলানা গাজী রহমতুল্লাহ, মাওলানা মুখলিছুর রহমান রাজাগঞ্জী, মাওলানা সামিউর রহমান মুসা, মাওলানা হাফিজ তাজুল ইসলাম হাসান, মাওলানা হাবিব আহমদ শিহাব, মাওলানা মুজাম্মিল হক্ব তালুকদার, মাওলানা শায়খ সাইফুল্লাহ, মাওলানা ক্বারী সিরাজুল ইসলাম। সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আসজাদ আহমদ। সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ শামীম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শামসুদ্দীন মুহাম্মদ ইলয়াছ, মাওলানা এমরান আলম, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী, মাওলানা জুবায়ের আহমদ খান, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা হুসাইন আহমদ। সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহ মমশাদ আহমদ। সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি রশীদ আহমদ, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা নেয়ামতুল্লাহ খাসদবিরী, মাওলানা আখতারুজ্জামান তালুকদার, মাওলানা হাফেজ মঞ্জুরে মাওলা। অর্থ সম্পাদক মাওলানা আহমদ কবির। সহ-অর্থ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম মুশতাক, মুফতি কয়েস আহমদ, ইঞ্জিনিয়ার শাহজাহান কবির ডালিম, মাওলানা ফখরুজ্জামান। প্রচার সম্পাদক মাওলানা ইমদাদুল হক নোমানী। সহ-প্রচার সম্পাদক হাফিজ ফখরুদ্দিন রুস্তুম, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা মাছুম আহমদ, মাওলানা সদরুল আমীন, মাওলানা হাফিজ শরীফ উদ্দীন, সাংবাদিক মো. রেজাউল হক ডালিম, মাওলানা আমীন আহমদ রাজু। অফিস সম্পাদক হাফিজ মাওলানা জিয়াউর রহমান। সহ-অফিস সম্পাদক হাফিজ মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা ফয়জুল্লাহ মায়মুন। সমাজকল্যাণ সম্পাদক মাওলানা সৈয়দ মুসাদ্দিক আহমদ। সহ-সমাজ কল্যাণ সম্পাদক মুফতি জসিম উদ্দিন, মুফতি মুহাম্মদ উবায়েদ, মাওলানা হাফিজ আব্দুল্লাহ নেজামী, মাওলানা জুনাইদ আহমদ, মাওলানা আব্দুল মুমিন, মাওলানা হাফিজ রিয়াজ আল মামুন। আইনবিষয়ক সম্পাদক এডভোকেট মুহাম্মদ আলী। সহ-আইন বিষয়ক সম্পাদক, অ্যাডভোকেট মুশিউর রহমান, এডভোকেট নোমান আহমদ, এডভোকেট মুহিবুর রহমান, এডভোকেট রেজাউল হক। দা’ওয়াহবিষয়ক সম্পাদক মুফতি জিয়াউর রহমান। সহ-দা’ওয়াহবিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ মনসুর, মাওলানা হাফিজ শিব্বির আহমদ, মাওলানা হাফিজ আহমদ সগীর, মাওলানা আব্দুল মান্নান আজাদ চৌধুরী, মাওলানা মাশুক আহমদ, মাওলানা আবুল খয়ের।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

দেনমোহর কমাতে অভিনব কৌশল/ তালাকের পর আবার বিয়ে, কিছুই জানে না গৃহবধূ

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status