বাংলারজমিন
মুরাদনগরে ধর্ষণকাণ্ড
ভিডিও ছড়িয়ে দেয়ার ঘটনায় প্রধান আসামি শাহ পরান গ্রেপ্তার
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
(২১ ঘন্টা আগে) ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ৯:১১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:০০ অপরাহ্ন

কুমিল্লার মুরাদনগরে হিন্দু সম্প্রদায়ের এক নারীকে ধর্ষণ-মারধরের পর ভিডিও ছড়িয়ে দেয়ার ঘটনায় মামলার মূল আসামি শাহ পরানকে গ্রেপ্তার করা হয়েছে। সে ধর্ষণের প্রধান অভিযুক্ত ফজর আলীর আপন ছোট ভাই। আজ বৃহস্পতিবার বিকালে বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১১, সিপিসি-২ এর কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, শাহ পরান ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার মাস্টারমাইন্ড। ঘটনার পর থেকেই সে আত্নগোপনে ছিল। মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, ভিডিও ছাড়িয়ে দেয়ার ঘটনায় শাহ পরানের সম্পৃক্ততার বিষয়টি পুলিশের তদন্তে উঠে এসছে। তাকে গ্রেপ্তারের বিষয়টি র্যাব জানিয়েছে। থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
পাঠকের মতামত
এই জানোয়ার ফাঁসি দেওয়া হোক