বাংলারজমিন
উখিয়ায় অজানা জ্বর আতঙ্ক
স্টাফ রিপোর্টার, উখিয়া থেকে
৪ জুলাই ২০২৫, শুক্রবারসাম্প্রতিক সময়ে কক্সবাজারের উখিয়ায় উদ্বেগজনকভাবে বেড়েছে জ্বরজনিত রোগের প্রকোপ। বিশেষ করে অস্বাভাবিক মাত্রার জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতাল ভর্তি হচ্ছেন বহু মানুষ। এতে জনমনে বিরাজ করছে অজানা ভাইরাসের আতঙ্ক। সরজমিন উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা গেছে, হাসপাতালে ভর্তি অধিকাংশ রোগীই জ্বরে আক্রান্ত। পালংখালী ইউনিয়নের থাইংখালী হাকিমপাড়া এলাকার আব্দুল মান্নান পরিবারসহ হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি জানান, আমার দুই ছেলে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর আমি নিজেও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। গত পাঁচদিন ধরে জ্বরে ভুগছি, এখনো কোনো উন্নতি নেই। মান্নানের স্ত্রী আজিজুন নাহার বলেন, জীবনে এমন জ্বর দেখিনি। কোনোভাবেই জ্বর কমছে না। স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স ফারহানা সিদ্দিকী বলেন, বর্তমানে ভর্তি হওয়া প্রায় সব রোগীরই জ্বরের মাত্রা অত্যধিক। এমনকি নাপা ইঞ্জেকশন ও সাপোজিটরি দিয়েও জ্বর কমছে না। স্থানীয়দের দাবি, রোহিঙ্গা ক্যাম্প থেকে এসব ভাইরাস ছড়িয়ে পড়ছে। যুবক মোহাম্মদ ইউছুপ বলেন, অতিরিক্ত রোহিঙ্গার কারণে এমন সব রোগ ছড়াচ্ছে যা আগে ছিল না।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. সাজেদুল ইমরান শাওন বলেন, জলবায়ু পরিবর্তন এবং রোহিঙ্গা অধ্যুষিত এলাকার প্রভাবের কারণে ম্যালেরিয়া, ডায়রিয়া ও ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। সুরক্ষার জন্য স্বাস্থ্যবিধি মানা জরুরি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাসরিন জেবিন বলেন, এখন জ্বরের মৌসুম চলছে। অনেকেই জয়েন্টে ব্যথা, কাশি, ডায়রিয়ার উপসর্গ নিয়ে আসছে। তবে ভয় পাওয়ার কিছু নেই। আমরা নিয়মিত ম্যালেরিয়া টেস্ট করছি এবং সচেতন করছি। এটি হয়তো চিকনগুনিয়ার নতুন রূপ বা করোনার ভ্যারিয়েন্টের কারণে হতে পারে, তবে এখনো এমন কোনো জটিল অবস্থা তৈরি হয়নি যাতে আইসোলেশন প্রয়োজন হয়েছে। তিনি আরও বলেন, জানা-অজানা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে এসে বিনামূল্যে চিকিৎসা গ্রহণ করুন।