খেলা
আলোর অভাব আর বৃষ্টিতে আগেভাগেই শেষ দিনের খেলা
স্পোর্টস ডেস্ক
(১ মাস আগে) ২ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ১১:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৫০ অপরাহ্ন
আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয় আগেই। এখন বৃষ্টি শুরু হয়েছে। শেষ পর্যন্ত দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেছেন আম্পায়াররা। এর আগে ১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে ৪২ রান তুলেছে বাংলাদেশ। জাকির হাসান ৩১ ও সাদমান ইসলাম ৯ রানে অপরাজিত আছেন।
রান তাড়ায় আগ্রাসী বাংলাদেশ
১৮৫ রান তাড়া করতে নেমে আগ্রাসী শুরু করেছেন বাংলাদেশের দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। তাদের জুটিতে ৬ ওভারেই টাইগারদের স্কোরবোর্ডে জমা হয়েছে ৩৭ রান।
বাংলাদেশের লক্ষ্য ১৮৫ রান
পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টেস্ট সিরিজ জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১৮৫ রান। হাতে আছে এখনও দেড়দিন।
পাকিস্তান ১৭২ রানে অলআউট, হাসান মাহমুদের ৫ উইকেট
আম্পায়ার আউট দিলেও রিভিউ চাইল পাকিস্তান। তাতে হাসান মাহমুদের প্রথমবার ইনিংসে ৫ উইকেট উদ্যাপনই যা বিলম্বিত হল। শেষ পর্যন্ত তৃতীয় আম্পায়ারও নিশ্চিত করলেন, হাসান মাহমুদের বলে মিরাজের ক্যাচ হয়েছেন মীর হামজা (১০ বলে ৪)। ১৭২ রানে অলআউট হলো পাকিস্তান। বল হাতে ক্যারিয়ারের প্রথমবার টেস্টে ৫ উইকেট নিলেন হাসান মাহমুদ।
আরও একবার গতি দিয়ে ব্যাটারকে পরাস্ত করলেন নাহিদ রানা। এবার তুলে নিলেন আবরার আহমেদের উইকেট।
রিজওয়ান ' কাঁটা' উপড়ে ফেললেন হাসান
প্রথম টেস্টের মতো আজও এক প্রান্তে টিকে যান মোহাম্মদ রিজওয়ান। তবে শেষ পর্যন্ত তাকে আউট করে টাইগার শিবিরে স্বস্তি এনে দিলেন হাসান মাহমুদ।
নেই ৬ উইকেট, রিজওয়ান সালমানের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা পাকিস্তানের
চতুর্থ দিনের প্রথম সেশনে শেষে ৬ উইকেট হারিয়ে ফেলা পাকিস্তান মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগার জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। ৮১ রানে ছয় উইকেট হারানো দলটি সপ্তম উইকেট জুটিতে এক শ পেরিয়েছে।
দ্বিতীয় ইনিংসের ২৯ ওভার শেষে পাকিস্তানের রান ৬ উইকেটে ১১৪। ৬ উইকেটের ৩টি নিয়েছেন নাহিদ রানা। ২ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। ১টি উইকেট গেছে তাসকিন আহমেদের পকেটে। স্বাগতিক পাকিস্তানের লিড ১২১ রানের।
রানা উড়ছেন, উড়াচ্ছেন বাংলাদেশকেও
নাহিদ রানার তোপের মুখে যে কোনো উত্তরই খুঁজে পাচ্ছেন না পাকিস্তানের ব্যাটাররা। শান মাসুদ, বাবর আজমের পর এবার সৌদ শাকিলকেও তুলে নিলেন এই ডানহাতি পেসার। স্বাগতিকদের লিড বেড়ে দাঁড়িয়েছে ৯৩ রানে।
বাবরকেও তুলে নিলেন রানা, উড়ছে বাংলাদেশ
অফ স্টাম্পের বাইরে বল, ড্রাইভ করতে গেলেন বাবর আজম বলে এজড হয়ে জমা হলো স্লিপে। শান মাসুদের পর বাবরকেও তুলে নিলেন নাহিদ রানা। প্রথম সেশনেই এখন পর্যন্ত ৩ উইকেট হারালো পাকিস্তান। স্বাগতিকদের লিড বেড়ে দাঁড়িয়েছে ৭৭ রানে।
এবার পাকিস্তান অধিনায়ককে ফেরালেন রানা
দ্রুত সময়ের মধ্যে দুই উইকেট তুলে নিলেন বাংলাদেশের দুই পেসার। এবার পাকিস্তান অধিনায়ককে উইকেটের পিছনে ক্যাচ বানিয়ে ফেরালেন নাহিদ রানা। স্বাগতিকদেত লিড বেড়ে দাঁড়িয়েছে ৭৫ রানে।
দিনের প্রথম শিকার তাসকিনের, ফেরালেন সাইমকে
দিনের নবম ওভারে পাকিস্তানের প্রথম উইকেট তুলে নিল বাংলাদেশ। তাসকিনের ফুল লেন্থ ডেলিভারিতে ড্রাইভ করেন সাইম আইয়ুব, বল উপরে উঠে গেলে সেটা তালুবন্দি করেন শান্ত।
দিনের শুরুতে পজিটিভ পাকিস্তানের ব্যাটাররা
গতকাল বিকেলে ৩.৪ ওভার ব্যাটিং করে পাকিস্তান। সেখানেই দুই উইকেট তুলে নেয় বাংলাদেশ। আজ শান মাসুদ ও সাইম আইয়ুব শুরু থেকেই পজিটিভ ব্যাটিং করছেন। ইতিমধ্যে ৬টি বাউন্ডারি হাঁকিয়েছেন তারা। স্বাগতিকদের লিড বেড়ে দাড়িয়েছে ৫৫ রানে।