ঢাকা, ২ জুলাই ২০২৫, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৫ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

‘অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয়’ আল হিলালের

স্পোর্টস ডেস্ক
২ জুলাই ২০২৫, বুধবার
mzamin

দুর্দান্ত! অবিশ্বাস্য! যেকোনো বিশেষণই কম হয়ে যাবে ম্যাচটির জন্য। ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে ম্যানচেস্টার সিটিকে ৪-৩ গোলে হারিয়ে রূপকথা লিখেছে আল হিলাল ক্লাব। ম্যাচের প্রথমে অনুমিতভাবেই ইউরোপিয়ান জায়ান্টরা এগিয়ে গেলেও নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ২-২ গোলের সমতায়। তবে অতিরিক্ত সময়ে শেষ হাসিটা হাসে সৌদি প্রো লীগের দলটি।
অরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে গতকাল সকালে হওয়া ম্যাচে বল পজিশন, আক্রমণ সব দিকেই এগিয়ে থাকে ম্যান সিটি। ম্যাচজুড়ে ৬৯ শতাংশ বল নিজেদের পায়ে রাখা ইংলিশ জায়ান্টরা ৩০টি শটের মধ্যে লক্ষ্যে রাখে ১৪টি। বিপরীতে আল হিলালের ১৭ শটের ৬টি লক্ষ্যে থাকে। এশিয়া অঞ্চলের সেরা ক্লাবগুলোর একটি হলেও ম্যানচেস্টার সিটির তুলনায় সৌদি আরবের ক্লাবটি নিতান্তই পুঁচকে। আর চলতি টুর্নামেন্টের গ্রুপ পর্বে তিন ম্যাচের তিনটিতেই জয় তুলে নেয়া একমাত্র দল সিটিই। প্রথম রাউন্ডে সিটিজেনদের থেকে বেশি গোল (১৩) করতে পারেনি আর কোনো ক্লাবই। তবে সেই প্রতিপত্তি দুমড়ে-মুচড়ে দিলো আল হিলাল। তারা ফিফার কোনো অফিশিয়াল টুর্নামেন্টে ইউরোপিয়ান কোনো দলের বিপক্ষে জয় পাওয়া প্রথম এশিয়ান ক্লাব। ইউরোপিয়ান দলের বিপক্ষে এশিয়ান ক্লাবগুলো জয়হীন ছিল টানা ২০ ম্যাচ। এদিন পুরো ম্যাচে ১০টি সেভ করা আল হিলালের মরোক্কান গোলকিপার ইয়াসিন বুনো জয়ের অন্যতম নায়ক। ম্যাচ শেষে আল হিলাল বস সিমোন ইনজাঘি বলেন, ‘এই ফলের মূল চাবিকাঠি ছিল খেলোয়াড়রা, তারা যেভাবে মাঠে তাদের হৃদয় নিংড়ে দিয়েছে। আমাদের অসাধারণ কিছু করতে হতো, কারণ আমরা জানতাম ম্যানচেস্টার সিটি কতটা ভালো। আমরা জানতাম আমাদের অক্সিজেন ছাড়াই এভারেস্টে উঠতে হবে এবং আমরা দুর্দান্ত ছিলাম। গার্দিওলা বিশ্বের সেরা কোচ তবে আমরা আমাদের সেরাটা দিয়েছি এবং এই ফল আমাদের প্রাপ্য ছিল।’
নবম মিনিটে বার্নার্ডো সিলভার গোলে এগিয়ে যায় সিটি । এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় ইংলিশ জায়ান্টরা। তবে মাঠে ফিরে বদলে যায় খেলার চিত্র। দ্বিতীয় মিনিটেই সমতাসূচক গোল করেন মার্কোস লিওনার্দো। এর ছয় মিনিট না পেরোতেই দুর্দান্ত এক পাল্টা আক্রমণে স্কোরলাইন ২-১ করে ফেলেন আল হিলালের ম্যালকম। যদিও বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি নেইমারের সাবেক ক্লাব। ৫৫তম মিনিটে সিটিকে সমতায় ফেরান আর্লিং ব্রুট হালান্দ। এরপর খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। ৯৪তম মিনিটে রুবেন নেভেদের কর্নার থেকে হেডে লক্ষ্যভেদ করে আল হিলালকে ফের এগিয়ে নেন কালিদু কোলিবালি। তবে দশ মিনিটের মধ্যে ফিল ফোডেনের গোলে ম্যাচে ফেরে সিটি। তবে শেষ রক্ষা হয়নি পেপ গার্দিওলার দলের। ১১২তম মিনিটে দলের প্রথম গোলস্কোরার লিওনার্দোই করেন আল হিলালের জয়সূচক শেষ গোলটি। এই প্রতিযোগিতার আগেই দায়িত্ব নেয়া সিমোন ইনজাঘির অধীনে প্রথম ম্যাচেই রিয়াল মাদ্রিদকে ১-১ গোলে রুখে দিয়ে পয়েন্ট ভাগাভাগি করে আল হিলাল।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status