ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

এখনই অবসর নিয়ে ভাবছেন না লায়ন

স্পোর্টস ডেস্ক

(৬ ঘন্টা আগে) ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৪:২৫ অপরাহ্ন

mzamin

আগামী নভেম্বরে ৩৮ বছর বয়সে পা দেবেন অস্ট্রেলিয়ান স্পিন বিভাগের কাণ্ডারি নাথান লায়ন। ১৪ বছরের ক্যারিয়ারের এখনই ইতি টানতে চান না অজিদের এই তারকা ক্রিকেটার। অস্ট্রেলিয়াকে আরও একটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা এনে দিতে চান লায়ন, রয়েছে আরও দু’টি লক্ষ্যও।
২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) শিরোপাজয়ী দলে ছিলেন লায়ন। এবারও সেই সুযোগ ছিল অস্ট্রেলিয়ার কাছে। তবে গত মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেটে হেরে যায় অজিরা। ইতিমধ্যে শুরু হয়েছে ডব্লিউটিসির নতুন চক্র। বার্বাডোজ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে তার শুভসূচনাও করে ফেলেছে সিরিজের সফরকারীরা। তাতে তিন উইকেট নিয়ে জয়ে অবদানও রেখেছেন লায়ন। অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটকিপার-ব্যাটার রডনি মার্শের আমল থেকেই চলে আসছে জয়ের পর ড্রেসিংরুমে ‘আন্ডার দ্য সাউদার্ন ক্রস আই স্ট্যান্ড’ গানটি গাওয়ার রীতি। ২০১৩তে মাইক হাসি অবসরে যাবার আগে এই গান ধরার দায়িত্ব দিয়ে যান লায়নকে। সেই থেকে এক যুগ ধরেই এই দায়িত্ব পালন করে আসছেন তিনি। ২০২৩ অ্যাশেজ টেস্টে চোটের কারণে মাঠের বাইরে ছিলেন লায়ন। তখন সাময়িকভাবে গলায় সুর তোলার দায়িত্ব পান অ্যালেক্স ক্যারি। তবে এর পরের তিন ম্যাচে জয়হীন থাকার কারণে গান ধরার সৌভাগ্যই হয়নি ক্যারির। লায়ন ফিরে আবার সেই দায়িত্ব নিয়েছেন নিজের কাঁধে। আগামী ৩রা জুলাই শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ সফরের দ্বিতীয় টেস্ট। তার আগে লায়ন জানিয়ে রাখলেন, এখনই এই অবসর নিয়ে ভাবছেন না। তিনি বলেন, ‘১২-১৩ বছর ধরে গান ধরার সম্মান আমি পেয়ে আসছি। আমার ক্যারিয়ারের উজ্জ্বলতম দিকগুলোর মধ্যে এটি একটি। বেশ কিছুদিন ধরে এটি নিয়ে নিয়ে ভাবলেও তার মানে এই নয় যে এখনই অবসর নিতে যাচ্ছি। আমার অবসরের কোনো আলোচন নেই, এমনকি এ ভাবনা আমার মাথায় আসেনি।’ ইংল্যান্ডের মাঠে শেষবার ২০০১-এ অ্যাশেজ জেতে অস্ট্রেলিয়া। এরপর কেটে গেছে দুই যুগ। ২০০৪-এর পর ভারতের বিপক্ষেও তাদের ঘরের মাঠে সিরিজ জিততে পারেনি অজিরা। লায়নের চোখ রয়েছে এই দুই দেশে সিরিজ জয়েও। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সবসময়ই বলছি, ভারতের মাঠে সিরিজ জিততে চাই। ইংল্যান্ডে সিরিজ জিততে চাই। বছর দুয়েকের মধ্যেই সেই সুযোগটা অবশ্যই পাব। তবে এটি একটি একটি টেস্ট ধরে এগোতে হবে এবং আগে এখানে ওয়েস্ট ইন্ডিজে নিজেদের কাজটা ঠিকঠাকভাবে করতে হবে। এরপর দেশের মাঠে অ্যাশেজ আমাদের অপেক্ষায়। এছাড়াও আরও একটি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও আমার লক্ষ্যের তালিকায় থাকবে। জিততে চাই।’
ওয়েস্ট ইন্ডিজ সফরে আরেকটি লাল বলের ম্যাচ খেলার পর পাঁচ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজও খেলবে অস্ট্রেলিয়া। ১৩ই জুলাই শেষ টেস্টের পর সাদা বলের সিরিজটি শুরু হবে ২১শে জুলাই, চলবে ২৯শে জুলাই পর্যন্ত।

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status