খেলা
শেষ ষোলোতে সিটিকে হারিয়ে রূপকথা লিখলো আল হিলাল
স্পোর্টস ডেস্ক
(৮ ঘন্টা আগে) ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১১:০৮ পূর্বাহ্ন

দুর্দান্ত! অবিশ্বাস্য! যেকোনো বিশেষণই কম হয়ে যাবে ম্যাচটির জন্য। ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে ম্যানচেস্টার সিটিকে ৪-৩ গোলে হারিয়ে রূপকথার লিখেছে আল হিলাল। ম্যাচের প্রথমে অনুমিতভাবেই ইউরোপিয়ান জায়ান্টরা এগিয়ে গেলেও নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ২-২ গোলের সমতায়। তবে অতিরিক্ত সময়ে শেষ হাসিটা হাসে সৌদি প্রো লীগের ক্লাবটিই।
অরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে আজ সকাল ৭টায় শুরু হওয়া ম্যাচে বল পজিশন, আক্রমণ সব দিকেই এগিয়ে থাকে ম্যান সিটি। ম্যাচজুড়ে ৬৯ শতাংশ বল নিজেদের পায়ে রাখা ইংলিশ জায়ান্টরা ৩০টি শটের মধ্যে লক্ষ্যে রাখে ১৪টিই। বিপরীতে আল হিলালের ১৭টির মধ্যে ৬টি শট থাকে লক্ষ্যে। এশিয়ার অঞ্চলের সেরা ক্লাবগুলোর একটি হলেও সিটিজেনদের তুলনার সৌদি আরবের ক্লাবটি নিতান্তই পুঁচকে। আর চলতি টুর্নামেন্টের গ্রুপ পর্বে তিন ম্যাচের তিনটিতেই জয় তুলে নেয়া একমাত্র দল সিটিই। প্রথম রাউন্ডে সিটিজেনদের থেকে বেশি গোল (১৩) করতে পারেনি আর কোনো ক্লাবই। তবে সেই প্রতিপত্তি দুমড়ে-মুচড়ে রেখে দিলো আল হিলাল। ম্যান সিটিকে হারিয়ে ফিফার কোনো অফিশিয়াল টুর্নামেন্টে ইউরোপিয়ান দলের বিপক্ষে জয় পাওয়া প্রথম কোনো এশিয়ান ক্লাব এখন আল হিলালই। একইসঙ্গে শেষ হয়েছে ইউরোপিয়ান দলের বিপক্ষে এশিয়ান ক্লাবগুলোর টানা ২০ ম্যাচ জয় খরাও। পুরো ম্যাচে ১০টি সেভ করা আল হিলালের মরোক্কান গোলকিপার ইয়াসিন বুনো জয়ের অন্যতম নায়ক। নবম মিনিটে অনুমতিভাবেই এগিয়ে যায় সিটি, উদ্বোধনী গোলটি করেন বার্নার্ডো সিলভা। এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় ইউরোপের জায়ান্টরা। তবে মাঠে ফিরে বদলে যায় খেলার চিত্র। দ্বিতীয় মিনিটেই সমতাসূচক গোলটি করেন মার্কোস লিওনার্দো। এর ছয় মিনিট না পেরোতেই দুর্দান্ত এক পাল্টা আক্রমণে স্কোরলাইন ২-১ করে ফেলেন আল হিলালের ম্যালকম। যদিও বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি নেইমারের সাবেক ক্লাব, ৫৫তম মিনিটে সিটিকে সমতায় ফেরান আর্লিং ব্রুট হালান্দ। এরপর নির্ধারিত সময়ের মধ্যে অনেক প্রচেষ্টাতেও গোল পায়নি দুদল। খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। ৯৪তম মিনিটে রুবেন নেভেদের কর্নার থেকে হেডে লক্ষ্যভেদ করে আল্ হিলালকে ফের এগিয়ে নেন কালিদু কোলিবালি। তবে দশ মিনিটের মধ্যে ফিল ফোডেনের গোলে ম্যাচে ফেরে সিটি। তবে শেষ রক্ষা হয়নি পেপ গার্দিওলার দলের। ১১২তম মিনিটে দলের প্রথম গোলস্কোরার লিওনার্দোই করেন আল হিলালের জয়সূচক শেষ গোলটি। এই প্রতিযোগিতার আগেই দায়িত্ব নেয়া সিমোন ইনজাঘির অধীনে প্রথম ম্যাচেই রিয়াল মাদ্রিদকে আটকে দেয় আল হিলাল। এবার ইউরোপের আরেক বাঘা ক্লাবকে ছিটকে দিয়ে রূপকথাই লিখলো সৌদি আরবের ক্লাবটি।