খেলা
ফের ব্রাজিলিয়ানদের চমক, এবার ধরাশায়ী ইন্টার মিলান
স্পোর্টস ডেস্ক
(৭ ঘন্টা আগে) ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১২:১৬ অপরাহ্ন

ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বে একের পর এক চমক দিয়ে গেছে ব্রাজিলের ক্লাবগুলো। সোমবার শেষ ষোলোতেও সেই ধারা বজায় রাখলো ফ্লুমিনেন্স। উয়েফা চ্যাম্পিয়নস লীগের রানার্সআপ ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে সাম্বার দেশের ক্লাবটি।
এই জয় দিয়ে ইতালিয়ান ক্লাবগুলোর বিপক্ষে টানা ১৫ ম্যাচে অপরাজিত থাকলো ২০২৩-এর কোপা লিবার্তাদোরেস (লাতিন ক্লাব ফুটবলের শীর্ষ প্রতিযোগিতা) চ্যাম্পিয়ন ফ্লুমিনেন্স। অবশ্য এদিনের আগে ব্রাজিলিয়ান ক্লাবটি ইতালির কোনো ক্লাবের বিপক্ষে শেষবার খেলে ১৯৮৯তে। নাপোলির বিপক্ষে সেই প্রীতি ম্যাচটিতে ১-০ গোলে জেতে ফ্লুমিনেন্স। শার্লটের ব্যাঙ্ক অব আমেরিকা স্টেডিয়ামে গোলের দিকে ১৬টি শটের মধ্যে ইন্টার লক্ষ্যে রাখে স্রেফ ৪টি। ১১টির মধ্যে সমানসংখ্যক শট লক্ষ্যে রাখে ফ্লুমিনেন্সও। ম্যাচজুড়ে ৬৯ শতাংশ বল পায়ে রাখা ইতালিয়ান জায়ান্টদের বিপক্ষে তৃতীয় মিনিটেই এগিয়ে যায় ব্রাজিলিয়ানরা। এই গোলটি অনেকদিন পোড়াবে ইন্টারকে। সতীর্থের ক্রস পেতে দৌড়ে এগোতে থাকা গেরমান কানোর সামনে ছিলেন দুজন ইন্টার ডিফেন্ডার। জন আরিয়াসের সেই ক্রস প্রতিপক্ষের পায়ে লেগে আরও উপরে উঠে যায়। ততক্ষণে ডি বক্সের ভেতর ঢুকে গেছেন কানো, তবে সামনে থাকা দুই ডিফেন্ডার সরে যায় দুদিকে। একেবারে ফাঁকায় শুধু গোলকিপারকে পেয়ে যান কানো। হেড থেকে ইন্টার গোলকিপার ইয়ান সোমারের দুপায়ের মাঝখান দিয়ে বল জালে জড়ান এই ৩৭ বছর বয়সী তারকা। পুরো ম্যাচে আর গোল শোধ করতে পারেনি ইন্টার। উল্টো যোগ করা তৃতীয় মিনিটে দলের দ্বিতীয় ও শেষ গোলটি করেন বদলি হিসেবে নামা হারকিউলিস পেরেইরা। তবে এদিন অনেকটা হার ভাগ্যের কাছেও দেখে ইন্টার মিলান। ৮২তম মিনিটে আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজের বাঁ পায়ের একটি শট গোলপোস্টে লেগে ফিরে আসে। আর যোগ করা ষষ্ঠ মিনিটে ফেডেরিকো ডিমার্কোর ডি বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটটিও ফিরে আসে উপরের গোলপোস্টে লেগে। শেষ আটের টিকিট কেটে ফ্লুমিনেন্স অধিনায়ক থিয়াগো সিলভা বলেন, ‘তারা যে সহজ প্রতিপক্ষ হবে না, সেটি আমরা জানতাম। এক মাসের কম সময় আগে তারা চ্যাম্পিয়নস লীগ ফাইনাল খেলেছে। কিন্তু সত্যিই আমরা খুব ভালো খেলেছি।’
ম্যাচসেরা খেলোয়াড় কলম্বিয়ান জন আরিয়াস বলেন, ‘এটি ব্রাজিলের জন্য, আমার দেশের জন্য এবং দক্ষিণ আমেরিকার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জয়। আমরা কেবল ফ্লুমিনেন্সের প্রতিনিধিত্ব করছি না, বরং আমরা পুরো মহাদেশের প্রতিনিধিত্ব করছি। বিশ্বকাপে আমরা যা করে দেখিয়েছি, তা নিতে বেশ তৃপ্ত।’
পরের ম্যাচে আরেক ইউরোপিয়ান জায়ান্ট ম্যানচেস্টার সিটিকে ৪-৩ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে আল হিলালও। আগামী শুক্রবার সেমিফাইনালের লক্ষ্যে মুখোমুখি হবে ফ্লুমিনেন্স ও আল হিলাল।