খেলা
জয় দিয়ে উম্বলডন শুরু আলকারাজের
স্পোর্টস ডেস্ক
(৭ ঘন্টা আগে) ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৩:১৩ অপরাহ্ন

উম্বলডনের প্রথম রাউন্ডেই বড় ধাক্কা সামলে উতরে গেছেন বর্তমান চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ। সোমবার ইতালির ফ্যাবিও ফগনিনির বিপক্ষে পাঁচ সেটের লড়াইয়ে ৭-৫, ৬-৭, ৭-৫, ২-৬, ৬-১ শেষ হাসি হাসেন এই স্প্যানিশ তারকাই। অন্য ম্যাচে ফ্রান্সের বেঞ্জামিন বোঞ্জির কাছে ৬-৭ (২-৭), ৬-৩, ৬-৭ (৩-৭), ২-৬ গেমে হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন রুশ তারকা দানিল মেদভেদেভে।
সেন্ট্রাল কোর্টে প্রথম সেটে ৭-৫ গেমে আলকারাজ জিতলেও পরের সেটে সমতায় ফেরেন ফগনিনি, জেতেন ৭-৬ (৭-৫) গেমে। তৃতীয় সেটে আলকারেজ জিতলে পরেরটিতে ফের সমতায় ফেরেন ৩৮ বছর বয়সী ফগনিনি। তবে পঞ্চম সেটে আর পেরে ওঠেননি এই ইতালিয়ান তারকা। ৬-১ গেমে জিতে ম্যাচটি নিজের করে নেন ২২ বছর বয়সী আলকারাজ। স্বস্তির জয়ের পর এই স্প্যানিয়ার্ড বলেন, ‘আমি পরিণত হচ্ছি এবং কিছু পরিস্থিতির সঙ্গে কীভাবে মোকাবিলা করতে হয়, আমি জানি। আমি সবসময় বলি যে চ্যাম্পিয়নরা সবসময় একটি উপায় খুঁজে নেয়। আমি সত্যিই নিজেকে চ্যাম্পিয়নদের সেই (তালিকায়) দেখতে চাই। আমি সত্যিই নিজেকে এমন একজন চ্যাম্পিয়ন হিসেবে দেখাতে চাই, যে সর্বদা জয়ের পথ খুঁজে নেয়।’ প্রথম রাউন্ডে আলকারেজ কর্ষ্টার্জিত জয় পেলেও ছিটকে গেছেন আরেক তারকা টেনিস খেলোয়াড় মেদভেদেভ। বোঞ্জির বিপক্ষে পরাজয়ের পর র্যা কেট দিয়ে চেয়ার আর ব্যাগে আঘাত করে হতাশা কমান এই রুশ তারকা। উইম্বলডনে সাতবারের অংশগ্রহণে এবারই প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে যেতে ব্যর্থ হলেন এই ২৯ বছর বয়সী তারকা। অন্যদিকে র্যাঙ্কিংয়ে শীর্ষ দশের কোনো খেলোয়াড়ের বিপক্ষে প্রথমবার জিতেছেন বোঞ্জি।
ম্যাচের পর এই ফরাসি তারকার প্রশংসায় মেদভেদেভ বলেন, ‘আমি তার লেভেল দেখে অবাক হয়েছি। আমি জানি সে ভালো খেলতে পারে। এ বছর অন্য কোনো ম্যাচে যদি তাকে এভাবে খেলতে দেখ যায় তবে আমি অবাক হব। আজ সে যেমন খেলেছে তাতে আমি অবাক। কিন্তু এটি হতেই পারে।’
উইম্বলডনের ইতিহাসে উদ্বোধনী দিনে সবচেয়ে গরম অনুভূত হয়েছে সোমবার। ২০০১-এর উদ্বোধনী দিনের ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ডটি এদিন ভেঙে যায় ৩২ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায়।