খেলা
মুশফিক-মাহমুদউল্লাহর অভাব মেটাবেন মিরাজ-লিটন
স্পোর্টস রিপোর্টার, (কলম্বো) শ্রীলঙ্কা থেকে
২ জুলাই ২০২৫, বুধবার
মাশরাফি বিন মুর্তজার পর একে একে তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম ও মাহমুদউল্লাহ রিয়াদ বাংলাদেশ ওয়ানডে দল থেকে বিদায় নিয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে আজ নতুন এক ওয়ানডে দল। যেখানে নেই কোনো সিনিয়র ক্রিকেটার। বিশেষ করে সর্বশেষ ওয়ানডে দলে খেলা মুশফিক ও মাহমুদউল্লাহ নেই। তবে নয়া অধিনায়ক মিরাজ জানিয়েছেন তাদের দু’জনের অভাব পুরণ করবে তিনি ও লিটন দাস। গতকাল অধিনায়ক হিসেবে নিজের প্রথম সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে আমরা খুব বেশি ওয়ানডে খেলিনি। দুটি গুরুত্বপূর্ণ পজিশন খালি আছে, খুব গুরুত্বপূর্ণ পজিশন। সেই দুটিতে লিটন ব্যাট করতে পারে এবং আমিও ব্যাট করতে পারি। সেই পজিশন থেকে আপনাকে খেলাটা তৈরি করতে হবে। দলে কোনো সিনিয়র ক্রিকেটার নেই। সবশেষ মুশফিক ও মাহমুদউল্লাহ ভাই যেখানে খেলেন সেই গ্যাপটা পুরণ করা চ্যালেঞ্জ। আমি মনে করি সেখানে নতুন কাউকে না দিয়ে আমরা যারা সিনিয়র আছি যেমন আমি ও লিটন দু’জন দায়িত্ব নেবো। দায়িত্ব নেয়ার শুরুটা আসলে সিনিয়রদেরই করতে হবে।’
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ কথা বলেছেন দলের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। বিশেষ করে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে র্যাঙ্কিংয়ে শীর্ষ ৮-এ থাকতে হবে বাংলাদেশকে। তা নিয়ে মিরাজ বলেন, ‘বিশ্বকাপের জন্য আমাদের নিজেদের প্রস্তুত করার যথেষ্ট সময় আছে। ভালো করার এটি একটি ভালো সুযোগ। আমরা বিশ্বকাপের দিকে তাকিয়ে আছি। আমরা দেখব কেমন হয়। বিশ্বকাপে সরাসরি যোগ্যতার জন্য প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ। আমরা সেদিকেই লক্ষ্য রাখব। র্যাঙ্কিং গুরুত্বপূর্ণ, তবে এ কারণে আমরা চাপ নিতে পারি না। আমাদের ভালোভাবে শুরু করতে হবে। যদি আমরা ভালোভাবে শুরু করি, তাহলে সহজ হবে।’ তবে বর্তমান চ্যালেঞ্জগুলো সম্পর্কে মিরাজ সচেতন। তিনি বলেন, ‘সবসময়ই চ্যালেঞ্জিং। হয়তো আমরা এই মুহূর্তে ভালো ক্রিকেট খেলছি না। গত বছর আমরা খুব বেশি ওয়ানডে সিরিজ খেলিনি, অনেক টেস্ট ম্যাচ খেলেছি। যদি আমরা একের পর এক ওয়ানডে সিরিজ খেলতে পারি, তাহলে আমাদের জন্য ভালো হবে, যা এই বছর আমাদের আছে।’ অন্যদিকে মিরাজের মাঠে নামার আগে দলের ঐক্য নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। বিশেষ করে শান্ত ও তার মধ্যে নেতৃত্ব নিয়ে ঠাণ্ডা একটা লড়াই আছে বলেও ধারণা করা হচ্ছে। তবে মিরাজ মনে করেন এ সবই ভুল। তাদের জন্য সবার আগে দেল। তিনি বলেন, ‘অধিনায়কত্ব নিয়ে অনেক কথা হচ্ছে। আমাদের নিজেদের মধ্যে এটা তেমন কিছু নয়। আমার মনে এ নিয়ে কিছু নেই, শান্তও এমনটা ভাবে না। আমরা বাংলাদেশের জন্য খেলি।’