ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১২ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

বিনোদন

‘ঢালাওভাবে কাউকে দোষারোপ করা ঠিক না’

স্টাফ রিপোর্টার

(১ সপ্তাহ আগে) ৪ সেপ্টেম্বর ২০২৪, বুধবার, ১২:৪৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন

mzamin

‘আলো আসবেই’ নামে শিল্পীদের গোপন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায় আওয়ামী লীগ সমর্থক অভিনয়শিল্পীদের একটি দল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে দমানোর জন্য নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলাপ-আলোচনা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব স্ক্রিনশট ভাইরাল হওয়ার পরে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে। 
এর মাঝে মুখ খুললেন সেই গ্রুপে থাকা অভিনেতা ফজলুর রহমান বাবু। 
ফেসবুকে পোস্ট দিয়ে তিনি লিখেন, হোয়াটসঅ্যাপ ‘আলো আসবেই’ গ্রুপে অ্যাড হওয়া প্রসঙ্গে আমার কিছু কথা! একটা গ্রুপের অ্যাডমিনের কাছে ফোন নম্বর থাকলেই তিনি সেই গ্রুপে যাকে খুশি যতজন খুশি অ্যাড করতে পারেন। অনেক গ্রুপ আছে সেখান থেকে চাইলেও কেউ বের হতে পারেন না। যদি এডমিন তাকে ডিলিট না করে। 
গ্রুপে কখনও প্রবেশ করেননি দাবি করে ফজলুর রহমান বাবু লিখেছেন, আলো আসবেই গ্রুপে আমি কখনো প্রবেশ করিনি বা কে কি লিখছে আমি যদি ওখানে না দেখি আমি কি করে জানবো ওখানে কি লিখছে। ঢালাওভাবে কাউকে দোষারোপ করা বা সমালোচনা করা ঠিক না।

পাঠকের মতামত

এইটা আর চঞ্চল চৌধুরি কে নিয়ে ভালো করে দেয়া দরকার সব গুলোর সাথে

Samrat
৬ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ১২:৫৯ পূর্বাহ্ন

হানাদার, ভারতীয় রাজাকার, গণহ-ত্যাকারী আও'য়ামী লীগ মুক্ত এখন দেশ। দেশের বাকি সব দল মত মানুষ সভ্য এবং ধৈর্যশীল বলে তোমাদের মতো আওয়ামী ল্যাসপেন্সার কুলা-ঙ্গারেরা নৃশংস গণহ-ত্যার সাপোর্ট করার পরেও এখনো মুক্ত বাতাসে মুক্ত ভাবে কথা বলতে পারছ। এটাই গণতন্ত্র ও মানবিক দেশের উদাহরণ যা গত ১৬ টি বছর দেশের মানুষ দেখেনি। তবে তোমাদের বিরুদ্ধে অবশ্যই মামলা হবে, প্রচলিত আইনে সত্যিকার বিচার হবে, হতে হবে। এদেশের ভারতীয় রাজাকার, স্বার্থান্বেষী অমানুষ গুলোকে আমরা ব'য়'ক'ট করব - সর্বত্র সমসময়।

রায়ান
৫ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১০:৪৮ পূর্বাহ্ন

অনেক গ্রুপ আছে সেখান থেকে চাইলেও কেউ বের হতে পারেন না। যদি এডমিন তাকে ডিলিট না করে। His (Babu) statement is absolutely wrong.

Digital
৫ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৭:০৬ পূর্বাহ্ন

made in faridpur

mr rony
৪ সেপ্টেম্বর ২০২৪, বুধবার, ৯:৫৯ অপরাহ্ন

ফান্দে পড়িয়া বগে কান্দে এমন অবস্থা! তাকে গ্রেফতার করে রিমান্ডে নিলেই সব বের হবে। এইগুলোর দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।

Faruk Hossain
৪ সেপ্টেম্বর ২০২৪, বুধবার, ৭:১০ অপরাহ্ন

এই ফজলুর রহমান বাবু হাসিনার গত ১৫ বছরে অন্য শিল্পীদের মানুষ মনে করত না। তার মা হাসিনার ক্ষমতার দাপটে সে সরাকে ধরা জ্ঞান করত। তার সাথে ছিল তার গুরু মামুনুর রশীদ। তার আরেক গুরু ছিল শেখ ফজলুল হক সেলিম। একে ছেড়ে দিবেন না। এরা জাতির শত্রু। যেখানেই দেখুন একে জুতা পেটা করুন। এই বাবুর মতো গুন্ডা বদমাশ আপনারা মিডিয়া খুব বেশী পাবেন না। অনেক ভালো ভালো উদীয়মান শিল্পীর পেটে এই বদমাশ বাবু লাথি মেরেছে। যারা টাকা দিতে পেরেছে তাকে, কিংবা তার সাথে রাতে হোটেলে বা রিসোর্টে রাত যাপন করতে পেরেছে তাদের সে মিডিয়াতে সুযোগ করে দিয়েছে। আর এখন ফাঁন্দে পড়িয়া বগা কাঁন্দে রে অবস্থা।

আবুল কালাম আজাদ
৪ সেপ্টেম্বর ২০২৪, বুধবার, ২:৫৬ অপরাহ্ন

Don"t try to escape Mr. Babu .

Fazle Ahmed
৪ সেপ্টেম্বর ২০২৪, বুধবার, ১:৫৯ অপরাহ্ন

sadhu sabdhan ................

WASIM UDDIN
৪ সেপ্টেম্বর ২০২৪, বুধবার, ১:৪১ অপরাহ্ন

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status