ঢাকা, ৭ অক্টোবর ২০২৪, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৩ রবিউস সানি ১৪৪৬ হিঃ

প্রথম পাতা

কী ঘটেছিল গোপালগঞ্জে

গোপালগঞ্জ সংবাদদাতা
১৫ সেপ্টেম্বর ২০২৪, রবিবারmzamin

আওয়ামী লীগ সরকারের টানা ১৬ বছরের শাসনামলে নিজ এলাকায় যেতে পারেননি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী। ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার প্রায় দেড় মাস পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গ্রামের বাড়ি যাচ্ছিলেন তিনি। কিন্তু পথিমধ্যেই  স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় এই সভাপতির গাড়িবহরে সশস্ত্র হামলা ও ভাঙচুর চালায় আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা। হামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক ও প্রথম শ্রেণির আম্পায়ার শওকত আলী দিদার (৪০)সহ দু’জন নিহত হন। নিহত  অপর স্বেচ্ছাসেবক দল নেতার বাড়ি বাগেরহাট জেলায় বলে জানিয়েছেন কেন্দ্রীয় যুবদল নেতা বাপ্পী। তাকে গুরুতর অবস্থায় ঢাকায় নেয়ার পথে এম্বুলেন্সেই মারা যান। এদিকে এই হামলায় গুরুতর আহত হয়েছেন এসএম জিলানী, তার স্ত্রী গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা রত্না ও সময় টিভি’র সাংবাদিকসহ অন্তত ৫০ জন নেতাকর্মী। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বহরের কমপক্ষে ১০টি গাড়ি ভাঙচুর করে। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এই হামলার প্রতিবাদে শনিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপি’র সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিনের অভিযোগ, আমরা বেদগ্রামের মোড়ে শান্তিপূর্ণ পথসভা শেষ করে এসএম জিলানীর বাবা-মায়ের কবর জিয়ারতের উদ্দেশ্যে টুঙ্গিপাড়া যাচ্ছিলাম। ঘোনাপাড়া মোড়ে পৌঁছলে গোপালগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমিন মোল্লা, গোবরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিকরুল, স্থানীয় আওয়ামী লীগ নেতা আলিমুজ্জামান ও হাসান মোল্লার নেতৃত্বে আমাদের গাড়িবহরে হামলা করা হয়।

গোপালগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক শরীফ রফিক উজ্জামান বলেন, তাদের গাড়িবহর সদর উপজেলার ঘোনাপাড়া পৌঁছলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই-তিনশ’ নেতাকর্মী মাইকিং করে দেশীয় অস্ত্র নিয়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সময় তারা গাড়ি ভাঙচুর ও বিএনপি নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে শওকত আলী দিদার নিহত ও বিএনপি এবং অঙ্গসংগঠনের অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হন। আহতরা হলেন- এসএম জিলানী, তার স্ত্রী গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা রত্না, রাজু বিশ্বাস, মাহাবুব খান মুরাদ, লিন্টু মুন্সী, গোপালগঞ্জের সালমান সিকদার, সুজন সিকদার, সবুজ সিকদার, ঢাকার মতিঝিল এলাকার নাসির আহমেদ মোল্লা, বাদশা মোল্লা, নিশান, হাসান, মাতুয়াইলের আলাউদ্দিনসহ ১৬ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ও তিনজনকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে এসএম জিলানী ও তার স্ত্রী রওশন আরা রত্না এবং স্বেচ্ছাসেবক দলের নেতা বাদশার শারীরিক অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় ঘোনাপাড়ার আওয়ামী লীগ নেতা আলীমুজ্জামান বলেন, এসএম জিলানীর গাড়িবহর ঘোনাপাড়া অতিক্রম করার সময় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি সংবলিত ব্যানার ছিঁড়ে পদদলিত করা হচ্ছিল। এটি জানিয়ে মাইকিং করা হলে স্থানীয়রা সংগঠিত হয়ে এটি প্রতিরোধ করে। তখন অপ্রীতিকর ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান বলেন, কেন এ ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। তবে কেউ কেউ বলছেন, সেখানে ব্যানার টানাটানি নিয়ে এ ঘটনা ঘটেছে। তিনি বলেন, নিহত শওকত আলী দিদারের লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্ত করতে লাশ গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে দাবি করে ওসি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি।

এদিকে ঘটনার প্রতিবাদে সারা দেশের মতো গোপালগঞ্জ জেলা সদরসহ টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ওদিকে নিহত শওকত আলী দিদারের জানাজা শনিবার সন্ধ্যায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে। 
 

পাঠকের মতামত

কেন্দ্রীয় সভাপতি রাজনীতিবিদ হলেও বুদ্ধিহীন। তিনি দেখাতে চান যে তিনি ভবিষ্যতের নেতা। রাজনীতির প্রতিহিংসা কাকে বলে সে বোঝে না।

Arif
২৩ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ৩:৫২ অপরাহ্ন

গোপালগঞ্জে সংঘটিত ঘটনাগুলো জাতির জন্য সতর্কবার্তা, এখনই কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এরা মারনঘাতি ক্যান্সারে রুপ নিবে।

Joy
২১ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ১২:২৪ পূর্বাহ্ন

এারা কাল নাগিনীর উত্তরসু্ূরী ! এদেরকে সমূলে উৎপাটন করতে হবে।

osman
১৭ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার, ৯:৪৮ পূর্বাহ্ন

এারা কাল নাগিনীর উত্তরসু্ূরী ! এদেরকে সমূলে উৎপাটন করতে হবে।

osman
১৭ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার, ৯:৪৮ পূর্বাহ্ন

আওয়ামীলীগ একটি।সন্ত্রাসী দল!আওয়ামী লীগ দলটাকে নিষিদ্ধ করা উচিত!

এম আজিজুল হক
১৬ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ৬:১৮ পূর্বাহ্ন

গোপালগঞ্জ জেলা বাংলাদেশের জন্য অভিশাপ

Abdur Razzak
১৬ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ২:১৮ পূর্বাহ্ন

খুনি দের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনা হোক

Monir
১৬ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ১২:২৮ পূর্বাহ্ন

এসব হত্যাকাণ্ডের বিচার চাই। এই সন্ত্রাসী দলকে নিষিদ্ধ করা হউক।

Shihab
১৫ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ৮:৫৫ অপরাহ্ন

গোপালগঞ্জে রোহিঙ্গাদের ছড়িয়ে ছিটিয়ে স্থায়ী নিবাস গড়ে দিতে হবে, যেন তাদের জাত ভেঙ্গে যায় । স্কুল কমিয়ে ভালো মাদ্রাসা বাড়াতে হবে, যেন নাস্তিক না হয় ।

Monir
১৫ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ৬:৫৪ অপরাহ্ন

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী !! এত অল্প জ্ঞান নিয়ে এতবড় একটা দলের সভাপতি হয় ক্যম্নে ?? তার এই টুকু জানা উচিৎ এই মুহূর্তে তার এলাকার কি অবস্তা ?? তার এলাকাটা এখন সারা বাংলার খুনিদের আশ্রয়স্থল হিসাবে ব্যবহার হচ্ছে তারা সেখান থেকে উঠে দাঁড়াবার চেষ্টা করেছে এক বার সেনা দের উপর হামলা করে এখন কিছুটা পিছে হটেছে তারা বার বার সেই চেষ্টা চালিয়ে যাবে আগামী দিনে যেই পর্যন্ত আদালত আওয়ামীলীগ কে নিষিদ্দ ও সাজা নাদেয় ততদিন পর্যন্ত। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক।

Imran
১৫ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ৪:২৪ অপরাহ্ন

ওই খুনিদের ছবি ভাইরাল করা হউত যাতে করে দেশ থেকে পালিয়ে যেতে না পারে।

ATIK
১৫ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ৩:৪৯ অপরাহ্ন

খবর সব সময় ই জালিয়াতি হয় । পুরো ১৬ বছরই জিলানী কে টুঙ্গীপাড়া গোপালগঞ্জ অবাধে চলাচল করতে দেখা গেছে ।

হাবিবুল
১৫ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ২:০৭ অপরাহ্ন

বদলে দাও বদলে যাক।

Ferdous
১৫ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ১২:২০ অপরাহ্ন

গোপালগঞ্জে সংঘটিত ঘটনাগুলো জাতির জন্য সতর্কবার্তা, এখনই কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এরা মারনঘাতি ক্যান্সারে রুপ নিবে।

জাহাঙ্গীর আলম
১৫ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ১০:৩৩ পূর্বাহ্ন

এারা কাল নাগিনীর উত্তরসু্ূরী ! এদেরকে সমূলে উৎপাটন করতে হবে।

Sultan
১৫ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ৮:২৩ পূর্বাহ্ন

গনহত্যাকারি দল আওয়ামীলীগের বিচার না হওয়া পর্যন্ত এদের রাজনীতি করার কোন অধিকার নাই।

Khan.....
১৫ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ৬:২০ পূর্বাহ্ন

গোপালগঞ্জ জেলা বাংলাদেশের জন্য অভিশাপ

রুবেল
১৫ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ৪:৩৪ পূর্বাহ্ন

গোপালগঞ্জের ঘটনা উদ্বেগজনক। এর আগেও গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িবহরে হামলা করে সেনা সদস্যদের আহত ও গাড়ি পুড়িয়ে দেয় শেখ হাসিনার গোপালী সন্ত্রাসীরা। এখনি কটোর হাতে এদের দমনের উপযুক্ত সময় ---

এমএস আলম
১৫ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ৩:২৯ পূর্বাহ্ন

গোপালগঞ্জের জানোয়ারগুলো এর আগে সেনাবাহিনীর উপর হামলা করেছে,গোপালগঞ্জের এই জানোয়ারদের সমূলে ধ্বংস করা হোক।

md mn।
১৫ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ১২:৫৩ পূর্বাহ্ন

আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের শাসনামলে নিজ এলাকায় যেতে পারেননি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী। ছাত্র অভ্যুত্থানে পালিয়ে যাওয়ার প্রায় দেড় মাস পর শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। কেন্দ্রীয় সভাপতি রাজনীতিবিদ হলেও বুদ্ধিহীন। তিনি দেখাতে চান যে তিনি ভবিষ্যতের নেতা। রাজনীতির প্রতিহিংসা কাকে বলে সে বোঝে না। বিএনপি অফিস থেকে এমন নেতাকে বরখাস্ত করা উচিত।

Faruki
১৫ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ১২:২৯ পূর্বাহ্ন

টুঙ্গিপাড়ায় মুজিবের কবর গুঁড়িয়ে দেওয়া হোক।

তপু
১৫ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ১২:০৫ পূর্বাহ্ন

প্রথম পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

প্রথম পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status