বিশ্বজমিন
আসন্ন মার্কিন নির্বাচনের দুই প্রার্থীকেই ‘অপছন্দ’ পোপ ফ্রান্সিসের
মানবজমিন ডেস্ক
(৩ সপ্তাহ আগে) ১৫ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ৪:০১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৮ পূর্বাহ্ন
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থীকেই পছন্দ নয় পোপ ফ্রান্সিসের। তার মতে কেউই জনদরদী নন। পোপ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অভিবাসী নির্বাসন পরিকল্পনার সমালোচনা করেন। অন্যদিকে, বর্তমান ভাইস প্রেসিডেন্ট এবং পরবর্তী প্রেসিডেন্ট পদপ্রার্থী কমালা হ্যারিসকে গর্ভপাতের অধিকারকে সমর্থন করার জন্য তার অবস্থানের সমালোচনা করেছেন। পোপ ফ্রান্সিস যখন চার দেশের সফর শেষ করে রোমে ফিরছিলেন তখন তাকে একটি সংবাদ সম্মেলনে আমেরিকান ক্যাথলিক ভোটারদের পরামর্শ দেওয়ার জন্য বলা হয়েছিল। ফ্রান্সিস জোর দিয়ে বলেছিলেন যে, তিনি আমেরিকান নন, তাই ভোট দেবেন না। যদিও তিনি রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্প বা ডেমোক্র্যাটিক প্রার্থী কমালা হ্যারিসের নাম উল্লেখ করেননি। তা সত্ত্বেও ফ্রান্সিস মার্কিন নির্বাচনে দুটি প্রধান ইস্যু গর্ভপাত এবং অভিবাসন- যা ক্যাথলিক চার্চের জন্যও প্রধান উদ্বেগের বিষয়, তা নিয়ে কঠোর মতামত ব্যক্ত করেছেন। তার মতে অভিবাসন বাইবেলে বর্ণিত একটি অধিকার এবং যে কেউ অপরিচিত ব্যক্তিকে স্বাগত জানাতে বাইবেলের আহ্বান অনুসরণ করে না সে ‘গুরুতর পাপ’ করে ।
গর্ভপাত প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, 'গর্ভপাত করা মানে একজন মানুষকে হত্যা করা। আপনি শব্দটি পছন্দ করুন বা না করুন, তবে এটি ‘মানব হত্যা’। পোপ বলেন যে, মার্কিন ক্যাথলিক অনুগামীদের বিশদ বিবরণ ছাড়াই নভেম্বরে ভোট দেওয়ার সময় ‘কম মন্দ প্রার্থীকে’ বেছে নিতে হবে। উল্লেখ্য, মার্কিন ক্যাথলিকদের প্রায় প্রতিটি ভোটেই গুরুত্বপূর্ণ সুইং ভোটার হিসাবে দেখা হয়। পেনসিলভানিয়া এবং উইসকনসিন-সহ কিছু গুরুত্বপূর্ণ রাজ্যে ২০ শতাংশের বেশি ক্যাথলিক ভোটার রয়েছে। ফলে পোপের মতামত তাদের ভোটে এবং ব্যালট বক্সে প্রভাব ফেলতেই পারে। যদিও হ্যারিস বা ট্রাম্পের প্রচার টিম অ্যাসোসিয়েটেড প্রেসের মন্তব্যের অনুরোধে জবাব দেয়নি। এর আগে ২০১৬ সালের নির্বাচনের দৌড়ে, ফ্রান্সিসকে মার্কিন-মেক্সিকো সীমান্তে একটি প্রাচীর নির্মাণের জন্য ট্রাম্পের পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। ফ্রান্সিস তখন ঘোষণা করেছিলেন- 'যে কেউ অভিবাসীদের আটকানোর জন্য একটি প্রাচীর তৈরি করে সে খ্রিষ্টান নয়।’
সূত্র: বার্তা সংস্থা এপি