ঢাকা, ৯ নভেম্বর ২০২৪, শনিবার, ২৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ, ৭ জমাদিউল আউয়াল ১৪৪৬ হিঃ

খেলা

১ বছরের জন্য মাঠের বাইরে কার্ভাহাল চিন্তায় রিয়াল শিবির

স্পোর্টস ডেস্ক
৭ অক্টোবর ২০২৪, সোমবারmzamin

‘এটা দেখে মনে হচ্ছে হাঁটুর গুরুতর চোট’ ম্যাচ শেষে দানি কার্ভাহালের চোট নিয়ে বলেছিলেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলোত্তি। ম্যাচের পর সংবাদমাধ্যমে ফেদেরিকো ভালভের্দে বলেন, ‘এই জয় এখন আর গুরুত্বপূর্ণ নয়।’ তবে তারাও হয়তো ভাবেননি, কয়েক ঘণ্টা পর কি ভয়াবহ দুঃসংবাদ আসতে যাচ্ছে তাদের জন্য। কার্ভাহালের চোট কাটিয়ে মাঠে ফিরতে অন্তত ৮-১০ মাস লাগবে। 
শনিবার ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচটি ছিল বেশ গুরুত্বপূর্ণ। চ্যাম্পিয়নস লীগে হারের পর এই ম্যাচে জয়ে ফেরার দরকার ছিল তাদের। সান্তিয়াগো বার্নাব্যুতে সেই গুরুত্বপূর্ণ ম্যাচে ফেদে ভালভের্দে ও ভিনিসিয়ুস জুনিয়রের গোলে রিয়াল জিতেছে ২-০ ব্যবধানে।
কিন্তু জয়ে ফেরার ম্যাচে কার্ভাহালের চোট অস্বস্তিতে ফেলে রিয়ালকে। ইনজুরি টাইমে ভিয়ারেয়ালের জেরেমি পিনোর সঙ্গে বলের লড়াইয়ে পান পায়ে চোট পান কার্ভাহাল। প্রবল ব্যথায় চিৎকার করে ওঠেন তিনি। মাটিতে পড়ে কাতরাতে থাকেন তখনই। চোখেমুখে যন্ত্রণার ছাপ ছিল স্পষ্ট। পরে স্ট্রেচারে করে মাঠ ছাড়ার সময় দু’হাতে মুখ ঢেকে রাখেন ৩২ বছর বয়সী এই ডিফেন্ডার।
পরে কার্ভাহাল নিজেই নিশ্চিত করেন, লিগামেন্টের মারাত্মক চোটে পড়েছেন। চোট থেকে সেরে উঠতে অস্ত্রোপচার লাগবে এবং এ জন্য তাকে কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি লেখেন, ‘গুরুতর এন্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) চোট নিশ্চিত হয়েছে। অস্ত্রোপচার করাতে হবে আমাকে এবং কয়েক মাসের জন্য বাইরে থাকতে হবে। সেরে ওঠার প্রক্রিয়া শুরু করা ও প্রবলভাবে ফিরে আসার অপেক্ষায় আছি। সবার বার্তা ও শুভ কামনার জন্য কৃতজ্ঞতা, আমি আপ্লুত।’
ম্যাচ শেষে রিয়াল কোচ আনচেলোত্তিও কার্ভাহালের চোট নিয়ে কথা বলেছেন, ‘এটা দেখে মনে হচ্ছে হাঁটুর গুরুতর চোট। কয়েক ঘণ্টার মধ্যে বিস্তারিত জানা যাবে। ড্রেসিংরুমে সবার মন খারাপ এবং সবাই উদ্বিগ্ন। এমন কিছু ঘটেছে, যা আমরা কেউ চাইনি। এ ধরনের সূচিতে এমন কিছুই ঘটে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের সঙ্গে এটা ঘটেছে।’
তবে কয়েক ঘণ্টা পর বিভিন্ন পরীক্ষা শেষে জানা যায়, কার্ভাহালের লিগামেন্টের অন্তত ৩ জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। ডান পায়ে বাইরের লিগামেন্ট ছিঁড়ে গেছে। বাকি দুইটা মারাত্মকভাবে আঘাত লেগেছে। আগামী মাসে কার্ভাহালের অপারেশন হবে। চোট কাটিয়ে মাঠে ফিরতে অন্তত ৮ থেকে ১০ সপ্তাহ লেগে যেতে পারে। সেক্ষেত্রে চলতি মৌসুম তো বটেই আগামী মৌসুমেও শুরু থেকেই এই ডিফেন্ডারকে পাবে না রিয়াল। এদিন রিয়ালের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুসকে নিয়েও তৈরি হয়েছে অস্বস্তি। আনচেলোত্তি জানান, কাঁধ ও ঘাড়ে অস্বস্তি থাকায় তারও মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা করাতে হবে।
রিয়াল মাদ্রিদের স্কোয়াডে বাড়তি কোনো রাইট-ব্যাক নেই। কাজ চালাতে হবে লুকাস ভাসকেসকে দিয়ে, এই দলে যাকে নানা ভূমিকায় ব্যবহার করা হয়। কোনো রাইট-ব্যাক দলে নেয়া হবে কিনা, এই প্রশ্নে আনচেলোত্তি বলেন, ‘আজকে এটা নিয়ে (নতুন কাউকে নেয়া) কথা বলার সময় নয়। লুকাস ভাসকেসের ওপরও আমাদের আস্থা প্রবল। এই বিরতিতে (আন্তর্জাতিক ম্যাচের বিরতি) এটা নিয়ে কথা বলার সময় পাবো আমরা। আর এখন তো দলবদলের সুযোগ নেই, খুব বিকল্পও নেই আমাদের সামনে।’

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status