খেলা
‘ডু অর ডাই’ ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটে হারালো ভারতের মেয়েরা
স্পোর্টস ডেস্ক
৭ অক্টোবর ২০২৪, সোমবারপাকিস্তানের বিপক্ষে সহজ ম্যাচ কঠিন করে জিতলো ভারত। জয় পেতে কেবল ১০৬ রান দরকার ছিল ভারতের। কিন্তু সে রান করতে ভারতের লাগলো প্রায় ১৯ ওভার। দুবাইয়ের মাটিতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ৭ বল হাতে রেখে ১০৮ করে জয়ের বন্দরে পৌঁছায় হারমানপ্রীত কৌরের ভারত। গতকাল গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। এই ম্যাচটি ভারতের জন্য ডু অর ডাই ম্যাচ ছিল। হারমানপ্রীত কৌরদের শক্তিশালী ব্যাটিং লাইনের জন্য এই লক্ষ্যটা তেমন সমস্যা হওয়ার কথা ছিল না। তবে সেটা তাড়া করতেই ১৯ ওভার পর্যন্ত খেলতে হলো ভারতকে। বোলিংয়ে দুর্দান্ত পারফর্ম করলেও ব্যাটিং ব্যর্থতার কারণে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে পাকিস্তানকে। ম্যাচে পাকিস্তানের ব্যাটিং লাইনে ত্রাস সৃষ্টি করেন ভারতের অরুন্ধতি রেড্ডি। ৩ মিডল অর্ডার ব্যাটসম্যান ওমাইমা সোহালি (০৩) নিদা দার (২৮) ও আলিয়া রিয়াজ (০৪) টানা ফেরান তিনি। এরপর বাকি কাজটা করেন শ্রেয়া পাতিল। ওপেনিং ব্যাটার মুনিবা আলীকে ১৭ রানে ফিরিয়ে শুরুটা করেন। আর শেষটা করেন তুবা হাসানকে শূন্য রানে ফিরিয়ে। ব্যাটিংয়ে নেমে ভারত ৩৫ বলে ৩২ রান করে দারুণ শুরু এনে দেন শেফালি ভার্মা। ওমাইমার বলে আলিয়া রিয়াজের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। এরপর স্মৃতি মান্ধানাকে মাত্র ৭ রানে ফেরান সাদিয়া ইকবাল। স্মৃতির আউটের পর জেমিমা রদ্রিগেজ কিছুটা খোলসবদ্ধ হয়ে খেলতে থাকেন। ২৮ বলে ২৩ রান করে তিনি ফাতেমা সানার বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। এরপর হারমানপ্রীত কৌরের ঝড়ো ইনিংস জয়ের দিকে এগিয়ে নিয়ে যায় ভারতকে। আহত হয়ে মাঠ ছাড়ার আগে তিনি করেন ২৯ রান। বাকি কাজটা করেন দীপ্তি শর্মা ও এস সাজানা। নিউজিল্যান্ডের কাছে ৫৮ রানের হার দিয়ে বিশ্বকাপ শুরু করা ভারত রোববারের ম্যাচে শুধু জিতলেই হতো না, বরং বড় ব্যবধানে জিততে হতো। কারণ গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ার শঙ্কা দূর করতে হলে যে রান রেট অনেকটাই বাড়িয়ে নিতে হতো ২০২০ টুর্নামেন্টের ফাইনালিস্টদের। গ্রুপ ‘এ’র ৫ দলের মধ্যে একটি করে ম্যাচ খেলেছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। দু’টি করে ম্যাচ খেলে ফেলেছে ৩ দল- ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। এরমধ্যে শ্রীলঙ্কা হেরেছে দু’টিতেই। একটি করে জয় পেয়েছে পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারত। তবে রান রেটে সবার চেয়ে এগিয়ে থাকায় শীর্ষে আছে নিউজিল্যান্ড, অজিরা আছে দ্বিতীয় স্থানে, পাকিস্তান তিনে। আর ভারত ১ জয় নিয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে উঠে এসেছে চার নম্বরে। রান রেটে তারা পিছিয়ে আছে পাকিস্তানের চেয়ে। ভারতকে গ্রুপের শেষ ম্যাচটি খেলতে হবে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে। ভারতের অন্য ম্যাচটির প্রতিপক্ষ শ্রীলঙ্কা, যারা যেকোনো দিন যেকোনো দলকে বিস্ময় উপহার দিতে পারে। এশিয়া কাপ ফাইনালে এই শ্রীলঙ্কার কাছেই হেরেছিল ভারত।