ঢাকা, ২ জুলাই ২০২৫, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৫ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

সার্চ কমিটি নিয়ে হকিতে পাল্টাপাল্টি অবস্থান

স্পোর্টস রিপোর্টার
৭ অক্টোবর ২০২৪, সোমবার
mzamin

বাংলাদেশের হকিতে অন্তর্দ্বন্দ্ব নতুন কিছু নয়। কমিটি সময় এলে এই অন্তর্দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করে। তবে এবার তারা বিভক্ত হয়েছে সার্চ কমিটির সদস্য মেজর ইমরোজ আহমেদকে নিয়ে। গত সপ্তাহে ক্রীড়াঙ্গন সংস্কারে ক্রীড়া মন্ত্রণালয়ের গঠিত সার্চ কমিটির সদস্য মেজর (অব.) ইমরোজ আহমেদের অপসারণ চেয়ে মানববন্ধন করেছিলেন কয়েকজন সাবেক হকি খেলোয়াড় ও সংগঠক। সার্চ কমিটির হকি সংক্রান্ত সভায় আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে পক্ষপাত এবং ইমরোজ আহমেদকে আওয়ামী লীগের সুবিধাভোগী হিসেবে আখ্যায়িত করে অপসারণ দাবি করেছিলেন তারা। গতকাল সেই দাবির প্রতিবাদ জানিয়ে ইমরোজের পক্ষে অবস্থান নিয়েছেন হকির অন্য পক্ষে সাবেক খেলোয়াড় ও সংগঠকরা। জাতীয় ক্রীড়া পরিষদের নতুন ভবনের সামনে তারা মেজর ইমরোজের সততা ও দক্ষতার প্রতি আস্থা পোষণ করেন বর্ষীয়ান হকি খেলোয়াড় ও কোচ হোসেন ইমাম চৌধুরী শান্টা বলেন, ‘আমি তার সিনিয়র হলেও এক সঙ্গে খেলেছি। সে ভালো মানের খেলোয়াড় ছিল এবং তার সাংগঠনিক দক্ষতা বেশ ভালো। দেশে বিভিন্ন আন্তর্জাতিক গেমস ও টুর্নামেন্টে তার সম্পৃক্ততার বিষয়টি সবারই জানা। তার প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে।’ জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত হকি খেলোয়াড় মামুনুর রশীদ ইমরোজের অপসারণ ইস্যুকে দুষ্ট চক্রান্ত হিসেবে আখ্যা দিয়ে বলেন, ‘হকিতে গুটি কয়েক লোক রয়েছেন। যারা এই সুন্দর পরিবেশকে নষ্ট করছেন। তারা আসলে হকির ভালো চান না।’ মামুনের ঘনিষ্ঠ বন্ধু রফিকুল ইসলাম কামাল ইমরোজের অপসারণ দাবি করাদের শাস্তি চেয়েছেন। হকি অঙ্গনের অন্যতম সজ্জন ব্যক্তি আবু জাফর তপন। সাবেক এই হকি খেলোয়াড় আজকের প্রতিবাদে এসে দু’টি প্রশ্ন উত্থাপন করেছেন, ‘আজ এখানে কারা এসেছে আর সেদিন কয়জন এবং কারা ছিল। এই দু’টি চিত্র দেখলেই বিষয়টি স্পষ্ট। পাশাপাশি সার্চ কমিটি গঠন হয়েছে এক মাস আগেই। এতদিন পর  ইমরোজ ভাইকে নিয়ে প্রশ্ন কেন?’ মেজর ইমরোজের অপসারণ দাবির নেতৃত্ব দিয়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক রাসেল খান বাপ্পী। তিনি হকি খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি। সেই কমিটি পুনর্গঠনের দাবি জানিয়ে জাতীয় দলের খেলোয়াড় পুস্কর খিসা মিমো বলেন, ‘১৬-১৭ ধরে তারা সমিতি দখল করে আছে। গঠনতন্ত্র অনুযায়ী সেটা অবৈধ। আমরা হকি খেলোয়াড় কল্যাণ সমিতি পুনর্গঠন চাই।’ বর্তমান, সাবেক হকি খেলোয়াড়, সংগঠকদের একাংশ উপদেষ্টা বরাবর একটি চিঠি দিয়েছেন। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব উপস্থিত না থাকায় সেটা পরিচালক ক্রীড়া শামসুল আলম গ্রহণ করেন। বৃহস্পতিবার আরেক পক্ষও চিঠি দিয়েছিল। সার্চ কমিটি বেশ কয়েকটি ফেডারেশনের অ্যাডহক কমিটির খসড়া তৈরি করেছিল। এরমধ্যে হকিও আছে।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status