ঢাকা, ৭ জুলাই ২০২৫, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১০ মহরম ১৪৪৭ হিঃ

অনলাইন

সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ আটক

অনলাইন ডেস্ক

(৮ মাস আগে) ৭ অক্টোবর ২০২৪, সোমবার, ৯:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০১ পূর্বাহ্ন

mzamin

সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা-৫ আসনের সাবেক সংসদ নারায়ণ চন্দ্র চন্দকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার রাতে এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে বিজিবি।

ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

বার্তায় বলা হয়,  অবৈধভাবে ভারতে পালানোর সময় মহেশপুর সীমান্ত থেকে নারায়ণ চন্দ্র চন্দকে আটক করা হয়েছে।

নারায়ণ চন্দ্র চন্দ খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি দশম জাতীয় সংসদে প্রথমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। ২০১৮ সালে একই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হন। গত জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ভূমিমন্ত্রীর দায়িত্ব পান তিনি।

গত ২৯ সেপ্টেম্বর নারায়ণ চন্দ্র চন্দসহ ১৮ জনের বিরুদ্ধে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অপহরণের মামলা করেন এক তরুণী। মামলায় ডুমুরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী এজাজ আহমেদকেও আসামি করা হয়েছে।

পাঠকের মতামত

স্বৈরাচারের এই দোসর এর পুত্র বিশ্বজিৎ চন্দকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য করা হয় ভারতীয় কোটায় । অযোগ্যতারও একটা সীমা থাকা উচিত । বাপের সাথে বেটাকেও গ্রেফতার করা হোক ।

Onindo
৭ অক্টোবর ২০২৪, সোমবার, ৫:১৮ অপরাহ্ন

সারা জীবনের রাজনৈতিক ফলাফল শূন্য। নিজের চেহারা পরিবর্তন করে প্রতারনার আশ্রয় নিয়ে পালাতে হয়। হায়রে ক্ষমতার রাজনীতি ????

ফখরুল ইসলাম
৭ অক্টোবর ২০২৪, সোমবার, ১১:৪১ পূর্বাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status