অনলাইন
খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ ১১ মামলা হাইকোর্টে বাতিল
অনলাইন ডেস্ক
(১ সপ্তাহ আগে) ৩০ অক্টোবর ২০২৪, বুধবার, ১২:২৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:২০ অপরাহ্ন
খালেদা জিয়ার বিরুদ্ধে রাজধানীর দারুস সালাম, যাত্রাবাড়ীসহ বিভিন্ন থানায় নাশকতার অভিযোগে দায়ের করা ১০টি ও রাষ্ট্রদ্রোহের ১টি মামলা বাতিল করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে খালেদার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল।
আদালতে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া।
@Khokon. তোমার ঐ জায়গায় খুব লেগেছে বুঝি ? তোমার নেত্রীতো দেশ থেকে পালিয়েছে নেতানেত্রীদের অনারিপদ রেখে, আর তুমিও বিদেশে ভালই আছো তাইতো৷? তো তুমি কি বুঝবে বাছা ?? যে অমিও বয়ান দিলে সেটা দেশে এসে দাওতো দেখি বাছা, তাহলে নাহয় বুঝতুম তুমি আসোলেই সৎ মানুষিকতার বিশেষ সৎ মানুষ !!
Right decision.
All cases are false and political intention of killer Hasina
এদেশে রাজনীতিবিদ অপরাধীর বিচার হয় না, হয় দুর্বল, আর রুগ্ন অনাহারীর। রাজনীতিবিদ সরকার পরিবর্তনের সাথে সাথে বেহেশতে স্থান পান, পান মধুর সরবত এবং ফুলের তোরা।