ঢাকা, ৮ নভেম্বর ২০২৪, শুক্রবার, ২৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ, ৬ জমাদিউল আউয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

ঝাড়খণ্ড শিগগিরই 'মিনি-বাংলাদেশ' হয়ে উঠবে: হিমন্ত বিশ্বশর্মা

মানবজমিন ডিজিটাল

(১ সপ্তাহ আগে) ৩০ অক্টোবর ২০২৪, বুধবার, ১:৩৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১০ পূর্বাহ্ন

mzamin

অনুপ্রবেশ ইস্যুতে ঝাড়খণ্ড সরকারের নিন্দায় সরব হলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।  তিনি দাবি করেছেন যে, রাজ্যটি শিগগিরই  ‘মিনি-বাংলাদেশ’ হয়ে উঠবে। 

মুখ্যমন্ত্রী বলেন, অনুপ্রবেশ এবং জনসংখ্যার পরিবর্তনের কারণে রাজ্যের সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বিজেপি ক্ষমতায় ফিরে এলে এই রাজ্যে এনআরসি প্রয়োগ করবে। হিমন্ত শর্মা এএনআই-কে বলেছেন, ‘অনুপ্রবেশকারীরা ঝাড়খণ্ডের সংস্কৃতি এবং আদিবাসী অস্মিতা'-তে ব্যাপক বিঘ্ন ঘটাচ্ছে। এভাবে চলতে থাকলে, ঝাড়খণ্ড জনসংখ্যাগত পরিবর্তন দেখতে পাবে এবং এটি একটি মিনি-বাংলাদেশে পরিণত হবে। সাঁওতাল পরগনা মিনি বাংলাদেশ হওয়ার মুখে দাঁড়িয়ে।'

বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন, 'আমি তিনটি ঘোষণা করেছি- আমরা যখন সরকার গঠন করব, তখন এনআরসি কার্যকর করা হবে এবং অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দেওয়া হবে। দ্বিতীয়ত, যদি কোনো অভিবাসী কোনো আদিবাসী মেয়েকে প্রলুব্ধ করে বিয়ে করে, তাহলে তাদের সন্তানেরা  ST-এর সুবিধার অধিকারী হবে না। তৃতীয়, যদি কোনো অভিবাসী কোনো উপজাতীয় মেয়েকে বিয়ে করে, তাহলে আমরা নিশ্চিত করব যে মেয়েটি উপজাতি  প্রধানের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না।'

আসামের মুখ্যমন্ত্রীর অভিযোগ, সাঁওতাল পরগনায় উপজাতীয় জনসংখ্যা হ্রাস পাচ্ছে পরিবর্তে মুসলিম সম্প্রদায়ের জনসংখ্যা বাড়ছে।  হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, ভগবান হনুমান  লঙ্কায় যেমন আগুন দিয়েছিলেন, আমিও  অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আগুন জ্বালাবো। আমাদের অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আগুন জ্বালিয়ে ঝাড়খণ্ডকে সোনার ভূমিতে পরিণত করতে হবে। কারণ সাঁওতাল পরগনায়, উপজাতীয় জনসংখ্যা কমছে এবং মুসলিম জনসংখ্যা বাড়ছে।' 

মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন - 'প্রত্যেক মুসলমান অনুপ্রবেশকারী নয় কিন্তু প্রতি ৫ বছর পর মুসলমানদের জনসংখ্যা কিভাবে বাড়ছে? একটি পরিবার কি ১০-১২ টি সন্তানের জন্ম দিচ্ছে? যদি পরিবারগুলি এতগুলি সন্তানের জন্ম না দেয়, তবে অবশ্যই বাইরে থেকে মানুষ আসছে। এটি সহজ গণিত। আমরা নির্বাচনে জয়ী হব তবে এটি আমাদের  প্রধান অগ্রাধিকার নয়। আমাদের অগ্রাধিকার হলো সাঁওতাল পরগানা থেকে অনুপ্রবেশকারীদের বিতাড়িত করা এবং নারীদের জন্য ন্যায়বিচার সুনিশ্চিত করা। '

সূত্র : oneindia

পাঠকের মতামত

ভারতের গরুত্যপুর্ন পদের লোকগুলির কথবার্ত শুনে মনে হয় এরা চারলের গুসটি।

জনাব
৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ১০:৩৩ অপরাহ্ন

এক জন রাজনৈতিক নেতার কথার গভীরতা থাকতে হয়।এরতো দেখি কিছুই নাই।

তৌফিকুর রেজা
৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ৩:১৭ অপরাহ্ন

ঝাড়খণ্ড শিগগিরই 'মিনি-বাংলাদেশ' হয়ে উঠবে: হিমন্ত বিশ্বশর্মা

fokrul islam
৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ১:৪৬ অপরাহ্ন

কোন জাতির জনসংখ্যা বৃদ্ধি পাওয়া কিংবা কমে যাওয়া স্রষ্টার ইচ্ছায় হয়ে থাকে । জনসংখ্যা কমানোর ইচ্ছা করা পাগলামি ছাড়া আর কিছু নয় । আর প্রতি বছর অনেক হিন্দু মুসলমান হয় তাই মুসলিম সংখ্যা বৃদ্ধি পায়

Kutub uddin
৩০ অক্টোবর ২০২৪, বুধবার, ৬:৩৮ অপরাহ্ন

মুসলিম ধর্ম তাদের আকর্ষন করলে কি করে ঠেকাবেন।

আনসার উদ্দিন মিয়া।
৩০ অক্টোবর ২০২৪, বুধবার, ৬:২৮ অপরাহ্ন

আল্লাহ্ উওম পরিকল্পনাকারি এই জোয়ার কেও ঠেকাতে পারবে না।আবু জেহেল আবু লাহাব ও পারে নি তোমরাও পারবে না ইনশাআল্লাহ।

ইসতিয়াক
৩০ অক্টোবর ২০২৪, বুধবার, ৫:৩২ অপরাহ্ন

আসাম বাংলাদেশেরই অংশ, একে মিনি বলার প্রয়োজন নেই। বাংলাদেশের একটি জেলা।

Khokon
৩০ অক্টোবর ২০২৪, বুধবার, ৩:১৪ অপরাহ্ন

মুসলিম জনগোষ্ঠীর জন্য্য রাতের ঘুম হারাম।জনসেবা কখন করবেন?আপনারা নাকি আবার অসাম্প্রদায়িক রাষ্ট্র!

সাকিল আহমেদ
৩০ অক্টোবর ২০২৪, বুধবার, ২:৪২ অপরাহ্ন

ঝাড়খন্ড মিনি বাংলাদেশ হয়ে গেলে রাজ্যসরকার গার্মেন্টস ফ্যাক্টরী খুলে দিতে পারে

হারুন রশিদ
৩০ অক্টোবর ২০২৪, বুধবার, ২:২৯ অপরাহ্ন

ভারত দখল শুরু :)

বাবন
৩০ অক্টোবর ২০২৪, বুধবার, ২:০৮ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

মার্কিন নির্বাচন: ইলেকটোরাল কলেজ ভোট/ ট্রাম্প ২৭৭, কমালা ২২৬

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status