অনলাইন
গ্যাস লিকেজ থেকে আগুন
তিন সন্তানের পর দগ্ধ বাবারও মৃত্যু
স্টাফ রিপোর্টার
(৮ মাস আগে) ৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ১০:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:০১ অপরাহ্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় তিন সন্তানের মৃত্যুর পর দগ্ধ বাবা মো. বাবুল মিয়ার (৪০) চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে আইসিইউতে মারা যান তিনি।
বাবুল মিয়া হবিগঞ্জের নবীগঞ্জ থানার সুজাপুর গ্রামের ইয়াজ আলী ছেলে। রূপগঞ্জ এলাকায় ভাড়া থাকতেন তিনি। সেখানে একটি পোশাক কারখানায় কাজ করতেন। এর আগে গত শুক্রবার একই পরিবারের দগ্ধ ছয় জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভোর ৫টার দিকে আইসিইউতে বাবুল মিয়ার মৃত্যু হয়। তার শরীরের ৬৬ শতাংশ দগ্ধ ছিল। এর আগে তার দুই ছেলে ও এক মেয়ের মৃত্যু হয়।’
তিনি আরও বলেন, ‘বাবুলের স্ত্রী সেলির শরীরের ৩০ শতাংশ ও আরেক মেয়ে মুন্নির ২০শতাংশ দগ্ধ হয়েছে। তারা হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো ফারুক বলেন, ‘মৃতদের মরদেহ বার্ন ইনস্টিটিউটের মর্গে রাখা হয়েছে।’