বাংলারজমিন
অবশেষে রুনার সঙ্গেই গাঁটছড়া বাঁধলেন শাহিন
ঝিনাইদহ প্রতিনিধি
৫ নভেম্বর ২০২৪, মঙ্গলবারঅবশেষে অবসান হয়েছে এক প্রেমিককে নিয়ে দুই তরুণীর অনশনের ঘটনার। বিয়ের দাবিতে দুই তরুণী অনড় থাকায় বিপাকে পড়েন গ্রামবাসী। এক প্রেমিকা ছাড় দেয়ায় বিয়ের মাধ্যমে প্রেমঘটিত এই বিবাদের নিষ্পত্তি করা হয়। ঘটনাটি ঘটেছে রোববার মধ্যরাতে ঝিনাইদহের সদর উপজেলার গাগান্না গ্রামে। প্রতিবেশী ইফাজ উদ্দীন জানান, শনিবার বিকেলে হরিণাকুন্ডু উপজেলার ঘোড়াগাছা গ্রামের রুনা খাতুন নামে এক তরুণী বিয়ের দাবিতে শাহিনের বাড়িতে আসেন। রুনার আসার কথা শুনে আরেক তরুণী সাদিয়া খাতুন নামে এক যুবতিও ঘটনাস্থলে হাজির হন। পরে প্রেমিক শাহিনকে নিয়ে দুই তরুণীর বিয়ের দাবি নিয়ে ঝামেলায় পড়ে শাহিনের পরিবার। শনিবার বিকাল থেকে রোববার মধ্যরাত পর্যন্ত চলতে থাকে অনশন। কাকে রেখে কাকে বিয়ে করবেন শাহিন। এ নিয়ে দ্বীধায় পড়েন শাহিন। এদিকে এক যুবকের বাড়িতে দুই তরুণীর অনশনের কথা চাউর হলে আশপাশ গ্রামের লোকজন ভিড় জমাতে থাকেন। হাজির হন দুই তরুণীর পরিবারের সদস্যরা। এক পর্যায়ে সাদিয়া খাতুন নামে ওই তরুণীর পরিবার সেচ্ছায় বিয়ের দাবি প্রত্যাহার করে নিলে রুনার সঙ্গে শাহিনের বিয়ের সিদ্ধান্ত হয়। অবশেষে রোববার মধ্যরাতে হরিণাকুন্ডু উপজেলর কাপাশাটিয়া ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার আজিজুর রহমান মিনুর বাড়িতেই রুনা ও শাহিনের বিবাহ হয়। সোমবার বিকালে আলোচিত প্রেমিক শাহিন জানান, সে প্রথমে রুনাকেই বিয়ে করতে চেয়েছিলাম। কিন্তু খবর পেয়ে সাদিয়া তার বাড়িতে চলে আসায় বিপাকে পড়েন। প্রেমিকা রুনা বলেন, আমি প্রথম থেকেই শাহিনকে ভালোবাসি। তাকেই বিয়ে করতে চলেছিলাম। পরে ওই মেয়ে এসে ঝামেলা করলে সমস্যা দেখা দেয়। রুনা জানান, শাহিনকে বিয়ে করতে পেরে তার ভালোবাসা শতভাগ পূর্ণ হয়েছে।