ঢাকা, ১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

শেষের পাতা

দীর্ঘদিন পর ঐক্যবদ্ধ মৌলভীবাজার বিএনপি

ইমাদ উদ দীন, মৌলভীবাজার থেকে
৮ নভেম্বর ২০২৪, শুক্রবারmzamin

এতদিন মৌলভীবাজার জেলা বিএনপি’র দলীয় কর্মসূচি পালন হতো পৃথকভাবে। এমন অবস্থার পরিবর্তন করে ঐক্যবদ্ধ করতে উদ্যোগী হয় কেন্দ্র। তাই আগের কমিটির কার্যক্রম বাতিল করে গঠন করা হয় নতুন আহ্বায়ক কমিটি। ৪ঠা নভেম্বর ৩২ সদস্যবিশিষ্ট জেলা কমিটি অনুমোদনের পর ছিল নানা মিশ্র প্রতিক্রিয়া। ত্যাগী অনেকেই ঠাঁই পাননি আহ্বায়ক কমিটিতে এমনও অভিযোগ উঠে। আহ্বায়ক কমিটির পক্ষে বিপক্ষে হয় মিছিল। এরপর ৫ই নভেম্বর রাতে নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি নতুন আহবায়ক কমিটির সদস্যদের নিয়ে বৈঠকে বসেন। বৈঠকেই সর্বস্মতিতে ঐক্যবদ্ধ হয়ে চলার শপথ হয়। সিদ্ধান্ত হয় সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য মরহুম এম সাইফুর রহমানের কবর জিয়ারতের মাধ্যমে সাংগঠনিক ঐক্যবদ্ধ কার্যক্রমের সূচনার। এরপর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজার পৌরসভার কনফারেন্স হলে আলোচনা সভার সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্তের পর গতকাল বাদ জোহর জেলা ও উপজেলার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উজ্জীবিত বিপুল সংখ্যক নেতাকর্মীরা ফুলের তোড়া নিয়ে মৌলভীবাজার শহরতলী মরহুম এম সাইফুর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং জেলা নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় জেলা আহবায়ক কমিটির সিনিয়র সদস্য এম নাসের রহমানের সঙ্গে মিষ্টিমুখ করে ও কুশল বিনিময় করেন। সেখানে উপস্থিত উৎফুল্ল নেতাকর্মীরা বলেন, আমরা এখন ঐক্যবদ্ধ। ইনশাআল্লাহ এখন রাজপথের আন্দোলনে একসাথে দেখবেন আমাদের। বড়দল নেতাকর্মীর মধ্যে চাওয়া পাওয়ার মিল অমিল ও মান অভিমান থাকাটা স্বাভিবক। তবে টুকটাক যেগুলো আছে তাও দ্রুত সমাধান হয়ে যাবে। পরে একমঞ্চে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা করেন। গতকাল বিকেলে পৌর কনফারেন্স হলে জেলার নবগঠিত কমিটির প্রথম সভায় একই মঞ্চে বসেন নেতৃবৃন্দ। নবগঠিত কমিটির আহবায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে  ও সদস্য মো. ফখরুল ইসলাম ও মুহিতুর রহমান হেলালের যৌথ সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ম সদস্য এম নাসের রহমান। বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন মাতুক, ভিপি মিজানুর রহমান মিজান, মৌলভী ওয়ালী সিদ্দিকী, আশিক মোশারফ, এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক পিপি এডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী, জিপি এডভোকেট মামুনুর রশিদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ মুকিত, মোশারফ হোসেন বাদশা, মতিন বকশ, স্বাগত কিশোর দাস চৌধুরী, মনোয়ার আহমেদ রহমান, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ মারুফ আহমদ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মমসাদ আহমদ,সাধারণ সম্পাদক সারোয়ার মজুমদার ইমন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আহমেদ আহাদ, জেলা ছাত্রদলের সভাপতি মো: রুবেল মিয়া,সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হেলু মিয়া,বকশী মিছবাহউর রহমান, মাহমুদুর রহমান,আব্দুর রহিম রিপন, এডভোকেট বকশী জুবায়ের আহমদ, আবুল কালাম বেলাল, গাজী মারুফ আহমদ, আনিছুর রহমান বায়েছ,মাহবুব ইয়াজদানী ইমরান, মহসীন মিয়া মধু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মজনু, জেলা বিএনপির নেতা এডভোকেট গোবিন্দ পাল, ডা: পরিতোষ দাস গুপ্ত, জেলা স্বেচ্ছাসেবক দলের ইছহাক আহমদ চৌধুরী মামমুন, যুবদলের সিরাজুল ইসলাম পিরুন, জেলা শ্রমিক দল নেতা আনোয়ার হোসেন, সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক জনি আহমদ, জেলা মহিলা দলের নাসরিন পারভীন, শ্যামলী সুত্রধর ,সুফিয়া আক্তার কলি প্রমুখ। 
 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status