খেলা
বড় ভুল শোধরানোর চেষ্টায় জ্যোতিরা
স্পোর্টস ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবারশেষ ওভারে জয়ের জন্য আয়ারল্যান্ডের দরকার ছিল ১৫ রান। প্রথম বলে আরলেন কেলিকে আউট করে জয়ের পালে জোর দেন স্বর্ণা আক্তার। কিন্তু সেই ওভারেই টানা তিন বাউন্ডারি হাঁকিয়ে ৪ উইকেট হাতে নিয়ে বাংলাদেশকে হারিয়ে দেয় আইরিশ নারীরা। এ হারে বাংলাদেশকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হারিয়ে হোয়াইটওয়াশ করলো আয়ারল্যান্ড।
সিলেটে টসে জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে পাঠায় সফরকারী আয়ারল্যান্ড। ইনিংসের শুরুটা ভালো করলেও বড় স্কোর দাড়া করাতে ব্যর্থ হয় টাইগ্রেসরা। দলীয় ৩৩ রানে মুর্শিদা খাতুন আউট হলেও দলকে ভালো জায়গায় নিয়ে যান ওপেনার সোবহানা মোস্তারি ও শারমিন আক্তার। ৭ ওভারে অর্ধশতক ছোঁয়া বাংলাদেশ শতরানে পৌঁছায় মাত্র ১৩তম ওভারেই। তবে ১১ বলের মধ্যেই দুইজন আউট হলে বাংলাদেশের রানের চাকা প্রায় আটকে যায়। পরের ৭ ওভারে মাত্র ২২ রান যোগ করে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের মোট সংগ্রহ দাঁড়ায় ১২৩। বাংলাদেশের হয়ে ৪৩ বল খেলে সর্বোচ্চ ৪৫ রান করেন ওপেনার সোবহানা মোস্তারি। আইরিশ নারীদের মধ্যে সর্বোচ্চ চারটি উইকেট নেন ওরলা প্রিন্ডারগাস্ট।
বাংলাদেশের দেয়া ১২৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দুই ওপেনার গ্যাবি লুইস ও অ্যামি হান্টার প্রথম ৭ ওভারেই তুলে ফেলেন ৫১ রান। পরের ওভারে জান্নাতুল ফেরদৌস হান্টারকে (২৮) ও নবম ওভারে রাবেয়া খান লুইসকে (২১) সাজঘরে ফেরালে আশার আলো দেখতে পায় নিগাররা। ১৯ ওভারের খেলাশেষে সফরকারীদের জয় পেতে দরকার ছিল আরও ১৫ রান। শেষ ওভারের প্রথম বলে লেগ স্পিনার স্বর্ণা আর্লেন ক্যালিকে আউট করলে টাইগ্রেসদের জয়ের সম্ভাবনা আরও বেড়ে যায়। কিন্তু স্বর্ণার দ্বিতীয় বলকে দুই রান বানানো ডিলানি পরের তিন বলই পাঠান বাউন্ডারিতে। আর এতেই জয় নিশ্চিত হয় আয়ারল্যান্ডের।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘আমি পুরো টুর্নামেন্টে কোনো রান করতে পারিনি। সবদিক থেকে আমি নিজেকে ব্যর্থ বলবো।’ দলের ব্যাটিং নিয়ে তিনি বলেন, ‘দ্বিতীয় ম্যাচ বাদে সোবহানা অনেক ভালো খেলেছে। প্রথম ম্যাচে দুর্দান্ত শুরুর পর আজও (গতকাল) ভালো খেলেছে। কিন্তু সমস্যা হচ্ছে এটাকে আমরা কেউ এগিয়ে নিয়ে যেতে পারিনি। এই বড় ভুলের সমাধান আমাদের করা উচিত। কারণ সামনের বড় দলগুলো এর থেকে আরও বড় চ্যালেঞ্জ দেবে।’
আইরিশ নারীদের বিপক্ষে মিরপুরে ৩-০ তে ওয়ানডে সিরিজ জয়ের পর এবার সিলেটে টি-টোয়েন্টি সিরিজের তিনটিতেই হারলো বাংলাদেশ। ২০২৪ সালে এটিই ছিল বাংলাদেশ নারী দলের শেষ টি-টোয়েন্টি ম্যাচ। এ বছর দেশের মাটিতে ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি টিম টাইগ্রেস।