খেলা
সুযোগ দেখছেন বাংলাদেশ অধিনায়ক
স্পোর্টস রিপোর্টার
১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবারওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু প্রথম ম্যাচ হেরে এখন সিরিজের হারের শঙ্কায় মিরাজরা। আজ সেন্ট কিটসে সিরিজের দ্বিতীয় ম্যাচ হারলে ভেঙে যাবে বাংলাদেশের টানা চার সিরিজ জয়ের রেকর্ড। স্বাগতিকদের বিপক্ষে সবশেষ চার ওয়ানডে সিরিজের সবকটিতেই জয় পেয়েছে টাইগাররা। তবে ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বেশ আশাবাদী। প্রথম ম্যাচ হারের পরও সিরিজ জয়ের আত্মবিশ্বাস তার কন্ঠে। তিনি বলেন, ‘অনেক কিছুই শিখতে পারি আমরা। আজকে বেশ কিছু ভুল করেছি। পরের ম্যাচে আরও ভালো করায় মনোযোগ দিতে হবে আমাদের। এখনও দুই ম্যাচ বাকি আছে। জয়ের জন্য পরিকল্পনা করতে হবে আমাদের। আমি এখনও মনে করি, আমাদের ভালো সুযোগ আছে।’
প্রথম ম্যাচে আগে ব্যাটিং শেষে লড়াকু সংগ্রহ গড়ার পর বল হাতেও শুরুটা দারুণ ছিল বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের প্রায় অর্ধেক ইনিংস পর্যন্ত নিয়ন্ত্রণ রাখে তারা। কিন্তু দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে ঠিক পথে রাখা ক্যারিবীয় অধিনায়ক শেই হোপের সঙ্গে যোগ দিয়ে মুহূর্তেই হিসেব পাল্টে দেন ম্যাচসেরা শেরফান রাদারফোর্ড। তার উইকেটে থাকার সময় যতো বেড়েছে, ততো বেড়েছে তার ব্যাটের ধার। একটা সময়ে গিয়ে খুনে ব্যাটিংয়ে বাংলাদেশের হাত থেকে ম্যাচ কেড়ে নেন রাদারফোর্ড, তার দুর্বার সেঞ্চুরিতেই হেরে যায় বাংলাদেশ। রোববার সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ উইকেটে হার দেখে বাংলাদেশ। এই জয়ে সেন্ট কিটসে রান তাড়ার রেকর্ড গড়েছে ক্যারিবীয়রা। এই মাঠে আগের সফল রান তাড়া ছিল ২৬৬, সেটাও তাদেরই। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে থামলো বাংলাদেশের জয়রথ। গত ৬ বছরে ১১ ওয়ানডের সবকটিতেই তাদেরকে হারায় বাংলাদেশ। অর্থাৎ, ১১ ম্যাচ পর ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে জয়ের স্বাদ পেল ক্যারিবীয়রা। তবে এমন হারের পরও দলের ব্যাটিং নিয়ে সন্তুষ্ট মিরাজ। তিনি বলেছেন, ‘হ্যাঁ, আমরা সন্তুষ্টই ছিলাম। এই ধরনের উইকেটের জন্য ২৯৫ খুব ভালো স্কোর। তাদেরকে কৃতিত্ব দিতেই হবে, তারা অনেক ভালো খেলেছে। বিশেষ করে শেই হোপ ও রাদারফোর্ড, ভালো জুটি গড়েছে তারা। মাঝের সময়টায় আমরা উইকেট নিতে পারিনি। আমাদের বোলারদের জন্য দিনটি কঠিন ছিল। শুরুটা খুব ভালো করেছিলাম আমরা, বিশেষ করে নাহিদ রানা, তাসকিন ও তানজিম ভালো বল করেছে। কিন্তু মাঝে ওভারগুলোয় আমরা উইকেট বের করতে পারিনি। তবে এই ধরনের উইকেটে এমন কিছু হতেই পারে। উইকেট খুব ভালো এবং অবশ্যই ওদেরকে কৃতিত্ব দিতেই হবে।’