বিনোদন
ভালোবাসা দিবসে ‘মন বুঝলি না’
স্টাফ রিপোর্টার
২১ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার
গত বছরের শেষের দিকে মুক্তি পেয়ে চলতি জানুয়ারিতে শ্রোতা-দর্শকদের মুগ্ধতা ছড়িয়ে চলেছে ইমরান মাহমুদুল ও সাবরিনা পড়শী জুটির গান ‘কথা একটাই’। এই গানের রেশ থাকতে থাকতেই নতুন মিশনে এরইমধ্যে নেমে পড়েছেন ইমরান। ভালোবাসা দিবস উপলক্ষে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন তিনি। গানের শিরোনাম ‘মন বুঝলি না’। আবদার রহমানের কথায় গানটির কম্পোজিশন করেছেন ফুয়াদ। সেই গানটির ভিডিও নির্মাণে গত দু’টি দিন তিনি কাটিয়েছেন কক্সবাজারে। জানা গেছে, গানটির শুটিং কক্সবাজার ও ঢাকায় মিলিয়ে হয়েছে। এটি নির্মাণ করেছেন সৈকত রেজা। এবার এ যাত্রায় ইমরানের সঙ্গী হয়েছেন সম্ভাবনাময়ী গ্ল্যামারাস মডেল সুমনা। এরইমধ্যে ইমরানের সঙ্গে তার দু’টি স্থিরচিত্র নেটদুনিয়ায় ছড়িয়েছে। বেশ রোমান্টিক মুডে এখানে দেখা মিলছে ইমরান-সুমনার। এ গান প্রসঙ্গে ইমরান মানবজমিনকে বলেন, এটি ভালোবাসা দিবসের গান। বেশ রোমান্টিক কথা-সুর। তার সঙ্গে মিল রেখেই আমরা ভিডিও নির্মাণ করেছি। যেহেতু ভালোবাসা দিবসের গান, তাই অন্যরকম একটি ফিল এখানে পাবেন শ্রোতা-দর্শক। আর সুমনা নতুন হলেও বেশ ভালো কাজ করেছে এখানে। আমার বিশ্বাস অন্য কাজগুলোর মতো করে আমার এ কাজটিও সবাই খুব ভালোভাবে নেবেন।