শেষের পাতা
টিকার দাবিতে সৌদিগামী কর্মী ও যাত্রীদের সড়ক অবরোধ
স্টাফ রিপোর্টার
২২ জানুয়ারি ২০২৫, বুধবার
সৌদি সরকারের নির্দেশিত ম্যানিনজাইটিসের টিকার দাবিতে রাজধানীর পান্থপথ সড়ক অবরোধ করেছেন সৌদিগামী কর্মী ও যাত্রীরা। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত তারা সড়ক অবরোধ করে প্রয়োজন অনুযায়ী টিকার দাবি জানান। তবে ভুল বোঝাবুঝির কারণে এই অবরোধ কর্মসূচি হয়েছে বলে জানান এসোসিয়েশন অব ট্র্যাভেল এজেন্ট বাংলাদেশ (অ্যাটাব)। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সৌদি আরবগামী কর্মীদের জন্য নয় ম্যানিনজাইটিসের টিকা শুধুমাত্র সৌদি আরবে ওমরাহ ও ভ্রমণ ভিসায় যাওয়া যাত্রীদের জন্য বাধ্যতামূলক। এক চিঠির মাধ্যমে তারা এই তথ্য জানায়। অ্যাটাবের চিঠি পাওয়ার পর অবরোধ থেকে সরে যান সৌদিগামী কর্মীরা।
অ্যাটাবের চিঠিতে বলা হয়, এতদ্বারা সকল সম্মানিত সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় ও জেনারেল অথরিটি অফ সিভিল এভিয়েশনের নির্দেশনা মোতাবেক সৌদি আরবে ওমরাহ পালনার্থী যাত্রীদের ভ্রমণের ক্ষেত্রে সংক্রামক রোগের টিকা গ্রহণের সনদ প্রদান করতে হবে। এই পরিপ্রেক্ষিতে সৌদি আরবে ওমরাহ যাত্রীদের ভ্রমণের টিকিট চূড়ান্ত করার পূর্বে উল্লিখিত নির্দেশনা মোতাবেক যাত্রীদের সংশ্লিষ্ট সংক্রামক রোগের টিকা প্রদানের সনদ নিশ্চিত করার জন্য অবহিত করা হলো।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকেও একই তথ্য জানানো হয়েছে। গতকাল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফেসবুক পেইজে এই তথ্য জানানো হয়, আগামী ১০ই ফেব্রুয়ারি থেকে যে সকল যাত্রী ওমরাহ ভিসায় সৌদি আরব যাবেন অথবা অন্য যেকোনো ভিসায় সৌদি আরব গিয়ে ওমরাহ অথবা ভ্রমণ করবেন তাদেরকে বাধ্যতামূলকভাবে মেনিনজাইটিস টিকা গ্রহণ করতে হবে। যাত্রীদেরকে যাত্রার তারিখ থেকে কমপক্ষে ১০ দিন পূর্বে বাধ্যতামূলকভাবে কোয়াড্রিভ্যালেন্ট নেইসেরিয়া মেনিনজাইটিস ভ্যাকসিন গ্রহণ করতে হবে। তবে ১ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে উক্ত টিকা নেয়ার প্রয়োজন নেই। ভ্যাকসিন গ্রহণের পর ভ্যাকসিন সার্টিফিকেট সংগ্রহ করতে হবে এবং উক্ত সার্টিফিকেটে অবশ্যই নিজের পরিচয়, ভ্যাকসিনের নাম, ধরন ও ভ্যাকসিন গ্রহণের তারিখ যথাযথভাবে উল্লেখ আছে কিনা তা দেখে নিতে হবে। বোর্ডিং কার্ড গ্রহণের সময় বিমানবন্দরে ভ্যাকসিন গ্রহণের সনদ দেখাতে হবে;অন্যথায় তিনি সৌদি আরব গমন করতে পারবেন না।
এদিকে গতকাল প্রয়োজন অনুযায়ী টিকা না পাওয়ায় বিভিন্ন হাসপাতাল ঘুরে পান্থপথের স্কয়ার হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সৌদিগামী কর্মী ও যাত্রীরা। সকাল সাড়ে ১০টার পর থেকে প্রায় ৩০০ জন প্রবাসী পান্থপথে অবস্থিত স্কয়ার হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে প্রবাসী কল্যাণ ভবনের সামনে অবস্থান নেন তারা। প্রবাসী কল্যাণ ভবনে অ্যাটাবের চিঠি পৌঁছালে আন্দোলনকারীরা ভবনের সামনে থেকে সরে যান।
এ বিষয়ে তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জুবায়ের বলেন, টিকা না পেয়ে ক্ষুব্ধ প্রবাসীরা সড়ক অবরোধ করেছেন। তাদের বিভিন্ন হাসপাতাল থেকে বলা হয়েছে, স্কয়ার হাসপাতালে গেলে তারা টিকা পাবেন। কিন্তু স্কয়ার হাসপাতাল থেকে প্রতিদিন ১০ থেকে ১৫টি টিকা দেয়া হয়। তাদের কাছে এর বেশি টিকা থাকে না। প্রায় ৩শ’ লোক এসেছেন টিকা নিতে। তাদের অধিকাংশ সৌদি আরব প্রবাসী। অনেকে আবার ওমরাহ হজের যাত্রী। এ ছাড়া এখানে মধ্যপ্রাচ্যের আরও দু’একটি দেশের প্রবাসী রয়েছেন।
পাঠকের মতামত
আমাদের তথাকথিত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর এখন উচিত এই সমস্ত ফাজলামো সমাবেশ আন্দোলনে উস্কানি না দিয়ে জনগণের কাছে ফিরে আসা। তা নাহলে খবর আছে