বাংলারজমিন
চৌগাছায় বাঁওড় দখল নিয়ে বিএনপি’র দু’পক্ষের সংঘর্ষ
চৌগাছা (যশোর) প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২৫, শনিবারযশোরের চৌগাছার বেড়গোবিন্দপুর বাঁওড় দখল নেয়াকে কেন্দ্র করে বিএনপি’র দু’পক্ষের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। গতকাল দুপুর ১২টার দিকে একটি পক্ষ বাঁওড়ে মাছ ধরতে যায়। এতে অন্য একটি পক্ষ বাধা দিলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দু’টি মোটরসাইকেল ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।
আহতরা হলেন- হুদাপাড়া গ্রামের মোবারক হোসেনের ছেলে শরিফুল (৩০), রবিউল ইসলামের ছেলে শাহদুল ইসলাম (৩০), চাঁদপুর গ্রামের অমির হোসেনের ছেলে কামরুল ইসলাম (৩২), পৌরসভার বিশ্বাসপাড়ার মৃত শহিদুল ইসলামের ছেলে উজ্জ্বল হোসেন (৪০), কুটিপাড়ার মৃত মশিয়ার রহমানের ছেলে গোলাম মোস্তফা (৬০), কারিগর পাড়ার তাইজুল ইসলামের ছেলে আব্দুস সামাদ (৫৫), যশোর সদর উপজেলার আব্দুলপুর গ্রামের জহুর আলীর ছেলে বিএনপি নেতা কালাম হোসেন (৫৭)। এদের মধ্যে আবুল কালামের অবস্থা গুরুতর হওয়ায় যশোর হাসপাতালে রেফার করা হয়েছে এবং শরিফুল ইসলাম চৌগাছা উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
জানা যায়, উপজেলার বেড়গোবিন্দপুর বাঁওড়টি উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি সদর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম সরকারি ইজারার মাধ্যমে চাষ করে আসছিল। ৫ই আগস্টের পরে উপজেলা যুবদলের সদস্য সচিব সালাহউদ্দীন ও চৌগাছা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুর রহিমের সঙ্গে চুক্তির মাধ্যমে মাছ চাষ করে আবুল কাশেম। কিছুদিন আগে আবুল কাশেম যশোর জেলা বিএনপি নেতা কালাম হোসেনের কাছে বাঁওড়ের ২০% শেয়ার বিক্রি করে দেন। কালামের নেতৃত্বে চৌগাছা বিএনপি’র এক পক্ষের ১৫-২০ জনকে নিয়ে শুক্রবার সকালে মাছ ধরতে যায়। এতে সালাউদ্দীন ও আব্দুর রহিমের লোকজন বাধা দেয়। একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটলে উভয় পক্ষের সাতজন আহত হয়। এ বিষয়ে চেয়ারম্যান আবুল কাশেম মুঠোফোনে জানান, ৫ই আগস্টের পর মাছ লুট হয়ে যাচ্ছিল। বাঁওড়ের মাছ টিকিয়ে রাখতে প্রথমে সালাউদ্দীন ও আব্দুর রহিমকে একটি চুক্তির মাধ্যমে সাময়িক সময়ের জন্য বাঁওড়ের দায়িত্ব দেয়া হয়। পরে বাঁওড় সমিতির সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি নেতা কালামের কাছে বাঁওড়ের ২০% শেয়ার ৬০ লাখ টাকায় বিক্রি করা হয়। উপজেলা বিএনপি’র সভাপতি এমএ সালাম বলেন, বাঁওড়ের যারা অঘটন ঘটিয়েছে তাদের ব্যক্তিগত ব্যাপার। দল এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সাপোর্ট করবে না। যারা অনৈতিক কাজের সঙ্গে জড়িত তাদের ব্যাপারে জেলায় জানানো হবে। দল তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, বাঁওড়ের মাছ ধরাকে কেন্দ্র করে বিএনপি’র দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে দু’টি মোটরসাইকেল ও এক রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।