ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ শাবান ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ বালক চ্যাম্পিয়ন নরসিংদী পৌরসভা

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি

(২ সপ্তাহ আগে) ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ১:২৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:৩১ অপরাহ্ন

mzamin

তারুণ্যের উৎসব-২০২৫ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়েছে, জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অনুর্ধ্ব ১৭ বালক নরসিংদী সদরকে পরাজিত করে নরসিংদী পৌরসভা ০২ গোলে চ্যাম্পিয়ন হয়েছেন। গতকাল বিকাল ৩ টায় সাটিরপাড়া কালীকুমার ইনস্টিটিউশন খেলার মাঠে নরসিংদী জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট রাশেদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. এইচ. এম. আজিমুল হক এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরন করেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি মোঃ আব্দুল মাবুদ,নরসিংদী জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াহাব রাশেদ,নরসিংদী সিভিল সার্জন ডাঃ সৈয়দ মোঃ আমিরুল হক শামীম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মিসেস মৌসুমি সরকার রাখি, অতিরিক্ত জেলা প্রশাসক ফারজানা আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ শামসুজ্জামান, স্থানীয় সরকার বিভাগ নরসিংদী এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফুলকাম বাদশা, অতিরিক্ত জেলা প্রশাসক অনজন দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদা বেগম, নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার, রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদ রানা, মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার এম এ মুহাইমিন আল জিহান, শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা: ফারজানা ইয়াছমিন,পলাশ উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন । 

এ সময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আঞ্চলিক পাসর্পোট অফিস উপপরিচালক গাজী মাহমুদূল হাসান, নরসিংদী পরিবেশ অধিদপ্তর উপপরিচালক মো: কামরুজ্জামান, নরসিংদী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ এস এম মুসা,নরসিংদী পৌরসভা প্রধান নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম,এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউছার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাফিউর রহমান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিহাব সারার অভি, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ পাভেজ ভুইয়া, জেলা ইসলামী ফাউন্ডেশন উপপরিচালক ই্উসুফ আলী,নরসিংদী চেম্বার অব কমার্স এর প্রেসিডেন্ট আলহাজ¦ রাশেদুল হাসান রিন্টু, জেলা বিএনপির অন্যতম সদস্য আওলাদ হোসেন মোল্লা ও সদস্য ইলিয়াছ হোসেন ভুইয়া, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, জেলা তাঁতীদলের সভাপতি হুমায়ন কবির কামাল, জেলা মহিলা দলের সেক্রেটারী স্বপনা আহমেদ (ছালমা আক্তার),জেলা যুবদল নেতা মো: জাকারিয়া হোসেন,জেলা ছাত্রদল নেতা মোমেন মোল্লা, জেলা ছাত্র সমন্বয়ক সোহান হায়দার সনো,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ছাত্র নেতা ফাহিম ভুইয়া রাজ অভি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রী সুমাইয়া আক্তার সেতু ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী মুনিয়া রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত, নরসিংদী সদর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি গোলাম রাশেদ তমাল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফখরুল ইসলাম প্রমুখ। 
পরে গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে পরিবারবর্গ স্মৃতিচারণ করেন এবং আহত ও সমন্বয়কগণ আন্দোলনের বিভিন্ন বিষয়ে আলোকপাত শেষে নিহতদের আত্মার মাগফেরাত, আহতদের দ্রুত  আরোগ্য ও একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান। 
একই দিনে সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে পিঠা মেলা উদ্বোধন ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status