খেলা
ওয়েস্ট ইন্ডিজকে গুটিয়ে নিজেরাও একই গর্তে পড়লো পাকিস্তান!
স্পোর্টস ডেস্ক
(৫ মাস আগে) ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ৬:৫৬ অপরাহ্ন

পাকিস্তান সফরে আবারও স্পিন ঘূর্ণিতে ধরাশায়ী ওয়েস্ট ইন্ডিজ। মুলতানে আজ দ্বিতীয় টেস্টের প্রথম দিনে লাঞ্চের আগেই অলআউট হয়ে যায় সফরকারীরা। একইসঙ্গে পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে নতুন এক কীর্তি যোগ করলেন নোমান আলী। দেশের প্রথম স্পিনার হিসাবে টেস্ট ম্যাচে তুলে নিলেন হ্যাটট্রিক। শেষ পর্যন্ত ৬ ক্যারিবীয় ব্যাটারকে সাজঘরে পাঠান তিনি। ১৬৩ রানে থামে উইন্ডিজের প্রথম ইনিংস।
তবে ওয়েস্ট ইন্ডিজকে অল্পতে গুটিয়ে দিয়ে পাকিস্তানও হেঁটেছে একই পথে। ১৫৪ রানে অলআউট হয় তারা। সর্বোচ্চ ৪৯ রান করেন মোহাম্মদ রিজওয়ান। আর ৩২ রান আসে সৌদ শাকিলের ব্যাট থেকে। সফরকারীদের হয়ে ৪টি উইকেট নেন জোমেল ওয়ারিকান। এছাড়া কেমার রোর ২টি ও গুরুকেশ মোতি নেন ৩ উইকেট।
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন
খেলা সর্বাধিক পঠিত
১
হেডিংলি টেস্ট/ ভারত কিংবা বৃষ্টি, কেউই থামাতে পারলো না ইংল্যান্ডকে
৯
সরাসরি/ ৮ উইকেটে ২২০ রানে দিনের সমাপ্তি
১০