অনলাইন
মোল্যা নজরুলসহ ৪ পুলিশ কর্মকর্তা আটক
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ৮ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার, ৯:১৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:৩০ অপরাহ্ন

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সাবেক কমিশনার ডিআইজি মোল্যা নজরুল ইসলামসহ আরও তিন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তাকে আটক করা হয়েছে। শুক্রবার ও শনিবার পৃথক অভিযানে দেশের বিভিন্ন জায়গা থেকে তাদেরকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মোল্যা নজরুল ইসলাম ছাড়া বাকি তিনজন হলেন- নীলফামারীর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার আসাদুজ্জামান, রংপুর রেঞ্জে সংযুক্ত পুলিশ সুপার আব্দুল মান্নান ও বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত।
জানা গেছে, বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত ২০২৪ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে সক্রিয় ছিলেন। আর আব্দুল মান্নান কুমিল্লা ও সিলেটের পুলিশ সুপার থাকাকালে ছাত্র-জনতার আন্দোলন দমনে শক্তি প্রয়োগ করেন। একসময় সিটিটিসিতে থাকা অবস্থায় তার বিরুদ্ধে জঙ্গি নাটক সাজানোর একাধিক অভিযোগ ছিল। অন্যদিকে, মোল্যা নজরুল ইসলামকে ২০২৩সালের ৩১শে মে জিএমপি থেকে সরিয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ডিআইজি করা হয়। এরপর তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি হন। সর্বশেষ মোল্যা নজরুল ইসলামকে সিআইডি থেকে সরিয়ে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত করা হয়েছিল। মোল্যা নজরুল বিসিএস পুলিশ ক্যাডারের ২০তম ব্যাচের কর্মকর্তা।
জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর এই কর্মকর্তাদের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।
পাঠকের মতামত
পলিটেকেলি ইনফ্লুয়েন্স ছাড়া এখনি সরকারের উচিৎ কয়েক হাজার পুলিশের নিয়োগ দেওয়া এবং অফিসারের , নূতন সরকার গঠনের পড়ে কিন্তু আর সম্ভব হবে না ।
একে জনতার আদালতে বিচার করতে হবে
ধরছেন, বের করে দিচ্ছেন, ভালো। আওয়ামী ঠগ বাছতে তো পুলিশ উজাড় হবে, নতুন নিয়োগ কয়জন দিয়েছেন? শূণ্যস্থান পূরণ করা যাচ্ছে না এই অজুহাতে বাকিগুলোকে রেখে দিতে চান?
আরও আগেই কেন গ্রেফতার করা হয়নি উনাদের কে? আর অন্য অসৎ পুলিশ ও প্রশাসনের অন্য বিভাগের সদস্যদেরকে কবে গ্রেফতার করা হবে?
Ei molla nazrul joypurhat thaka kale bnp jamayat er opor onek torcher krce.
দ্রুত বিচার করে ফাঁসি দিয়ে আওয়ামী পন্থীদের বিলুপ্ত করতে হবে।
আলহামদুলিল্লাহ