অনলাইন
দেশের দীর্ঘতম রেলসেতুতে উঠল যাত্রীবাহী ট্রেন
অনলাইন ডেস্ক
(১ মাস আগে) ১২ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ১২:২৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৩১ পূর্বাহ্ন

যমুনা রেলওয়ে সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। এর মধ্য দিয়ে বঙ্গবন্ধু সেতুতে ট্রেন চলাচলেরও সমাপ্তি ঘটলো।
বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) আল ফাত্তাহ মোহাম্মদ মাসউদুর রহমান গণমাধ্যমকে বলেন, দেশের দীর্ঘতম ৪ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ এই রেলসেতু ১৮ মার্চ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।
তবে রেলসেতুতে দুটি লাইন থাকলেও প্রথমে একটি লাইন দিয়েই উভয়দিকে ট্রেন চলাচল শুরু হয়েছে। এর আগে যাত্রী ছাড়াই বেশ কয়েকবার ট্রায়াল রান হয়েছে।
২০২০ সালের ২৯ নভেম্বর বঙ্গবন্ধু বহুমুখী সেতুর সমান্তরালে ডুয়েলগেজ ডাবল ট্র্যাকের রেলসেতুরটির নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
প্রথমে প্রকল্পটির নির্মাণ ব্যয় ৯ হাজার ৭৩৪ কোটি ৭ লাখ টাকা নির্ধারিত হলেও পরে তা ১৬ হাজার ৭৮০ কোটি ৯৬ লাখ টাকায় উন্নীত হয়। এর মধ্যে ২৭ দশমিক ৬০ শতাংশ অর্থায়ন এসেছে দেশীয় উৎস থেকে এবং ৭২ দশমিক ৪০ শতাংশ ঋণ দিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি-জাইকা।
সেতুর প্রকল্প পরিচালক বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে জাইকার প্রেসিডেন্টের উপস্থিত থাকার কথা আছে।
পাঠকের মতামত
দেশের অগ্রগতি অবসান করবে জনগণের দুর্গতি। আমরা প্রবাসীদের কাম্য দেশ দ্রুত অগ্রগতির পথে এগিয়ে যাক। এর ফায়দা যাতে ভিন্ন দেশের ( ভারতের) পকেটস্থ না হয়।