বাংলারজমিন
কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচন করতে পারেন হাসনাত আব্দুল্লাহ
দেবীদ্বার (কুমিল্লা) সংবাদদাতা
১৩ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দল গঠনে কাজ করছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করতে পারেন গুঞ্জন দেখা দিয়েছে। নাগরিক কমিটির একাধিক সূত্রে বলছে, সদস্য সচিব আখতার হোসেন রংপুর-৪ থেকে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন ও নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড়-১ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। এদিকে দল গঠনে কাজ করছে জাতীয় নাগরিক কমটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তবে কোনো দল এখনো পূর্ণাঙ্গ দলের নাম প্রকাশ করেনি। জানা গেছে, চলতি মাসের শেষ দিকেই জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে পারে। যেখানে যুক্ত থাকবে জুলাইয়ের গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তরুণরা। এ লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা তাদের এলাকায় যাচ্ছেন এবং স্থানীয়, সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
পাঠকের মতামত
বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা এমনেতেই উচ্চ সন্মানিত ছিল। দল করে ভালো কিছু হবে কি না প্রচুর সন্দেহ আছে.........।
হাসিনা বিরোধী আন্দোলন আর নির্বাচন হয়তো এক হবে না, সেক্ষেত্রে বড় কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট করে আসন ভাগাভাগির মাধ্যমে নেতাদের জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করাটাই বুদ্ধিমানের কাজ হবে।
দলের নাম নির্ধারণ করেন আগে।
পুলিশ আমায় কয়ছে চাঁছি, আমি কি আর আমি আছি। বেশি পাকা ফল মানুষ খায় না ফেলে দেয়।
পঞ্চগড়-১ এ ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আছে কিন্তু!
আগে ইউনিয়ন পরিষদের মেম্বার হয়ে জামানত রক্ষা করতে পারলে বুঝা যাবে মানুষ কতটা ভালবাসে এই চাদাবাজকে
আসন 300 আর নাম প্রকাশ 3 জনের বাকিগুলো কই, তাতেই সরকার গঠন করবেন, জামানত ফিরে পাবেন কিনা সন্দেহ আছে। আমার মনে হয় ওর জামানত হারাবে
খুব তারাতারী হয়ে গেল, আরেকটি সময় নিলে ভাল হতো।
অনেক মজা হবে
Go ahead ,inshallah victory will come,we are with you
আসন 300 আর নাম প্রকাশ 3 জনের বাকিগুলো কই, তাতেই সরকার গঠন করবেন, জামানত ফিরে পাবেন কিনা সন্দেহ আছে।
জামানত থাকবে তো?
আমার মনে হয় ওর জামানত হারাবে