ঢাকা, ২১ মার্চ ২০২৫, শুক্রবার, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২০ রমজান ১৪৪৬ হিঃ

খেলা

কাবাডির চূড়ান্ত পর্ব ঢাকায়

স্পোর্টস রিপোর্টার
১৩ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবারmzamin

‘এতদিন আমরা কাজ করেছি স্বাবলম্বী হতে। এখন কাজ করবো এশিয়াডের পদক পুনরুদ্ধারে’, তারুণ্যের উৎসবে কাবাডির চূড়ান্ত পর্বকে সামনে রেখে গতকাল বিওএ’র ডাচ্‌-বাংলা অডিটরিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন- সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ। অর্থ আর চাকচিক্যে হারিয়ে গেছে দেশের ঐতিহ্যবাহী ও জাতীয় খেলা কাবাডির মান। গত সাত বছর আশার বাণী শোনালেও তা ছিল ফাঁকা বুলি। যা প্রমাণ করে দুর্বল চাইনিজ তাইপে এবং নেপালের কাছেও নিয়মিত হারা। কতটা নেমেছে দেশের কাবাডি। তবে এই অবস্থা থেকে উত্তরণের পাইপলাইন হিসেবেই নাকি বেছে নেয়া হচ্ছে তারুণ্যের এই উৎসবকে। গত ২০শে জানুয়ারি দেশজুড়ে শুরু হয়েছিল যুব কাবাডি (অনূর্ধ্ব-১৮ বালক ও বালিকা) প্রতিযোগিতা। ৬১ জেলাকে আটটি অঞ্চলে বিভক্ত করে খেলা শুরু হয়। যেখানে ৩৩৯ উপজেলার ৫২৯টি দল অংশ নিয়েছে। যার মধ্যে বালকদের ৩৩১ এবং বালিকাদের ১৯৮টি দল ছিল। এবার চূড়ান্ত পর্বের পালা। আগামী ১৫-১৮ই ফেব্রুয়ারি পল্টনের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জাতীয় পর্ব। যেখানে মধুমতী, তিস্তা, ধানসিঁড়ি, ব্রহ্মপুত্র, রূপসা, সুরমা, পদ্মা ও কর্ণফুলী অঞ্চলের প্রতিযোগিতায় বালক ও বালিকা বিভাগের চ্যাম্পিয়ন ও রানার্সআপ ৩২টি দল খেলবে। এখান থেকেই ১০০ জন বালক ও বালিকাকে বাছাই করে ভবিষ্যতের জন্য তৈরি করা হবে বলে জানান সোহাগ। তিনি যোগ করেন, ‘আমরা একশ’জন বালক ও বালিকাকে বাছাই করে ভালো মানের কোচ দিয়ে অনুশীলন করাবো। তাদের জন্য নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া বা পোল্যান্ড থেকে ফিজিও আনার চেষ্টা করবো।’ বিভিন্ন দেশের সঙ্গে টেস্ট সিরিজ কাবাডি ম্যাচ খেলে উন্নতির ধারাবাহিকতাও বজায় রাখতে চান সোহাগ। তবে এই উৎসবের মধ্যেও জেলা ও বিভাগীয় পর্যায়ে কিছু পাতানো কাবাডি খেলা নিয়েও অভিযোগ দেখা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status