ঢাকা, ২১ মার্চ ২০২৫, শুক্রবার, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২০ রমজান ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

অভয়নগরে আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

অভয়নগর (যশোর) প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার

যশোরের অভয়নগরে এক আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স'ানীয় এলাকাবাসী। গতকাল দুপুরে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের হরিশপুর বাজারে এ ঘটনা ঘটে। গণধোলাইয়ের শিকার দীপংকর ভদ্র (৪৫) উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের বনগ্রামের গণেশ ভদ্রের ছেলে। তিনি শ্রীধরপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড আওয়ামী লীগরে সভাপতি। এ ঘটনায় তাকে নাশকতা মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, দীপংকর ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হওয়ায় ক্ষমতার প্রভাব খাটিয়ে স'ানীয় বিএনপি নেতাকমীর্দের নির্যাতন করে জায়গা জমি দখল করে রেখেছিল। গত বছরের ৫ই আগস্টের পর তিনি সেসব জমি দখল করে রাখতে নানা ষড়যন্ত্র করে আসছিলেন। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে বাজে মন্তব্য করার প্রেক্ষিতে বুধবার দুপুরে স'ানীয়রা তাকে গণপিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস'ল থেকে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস'্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অভয়নগর থানার ওসি আব্দুল আলিম বলেন, বিশৃঙ্খলার চেষ্টার সময় স'ানীয় এলাকাবাসী তাকে গণপিটুনী দেয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে চলমান মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status