বাংলারজমিন
‘পার্শ্ববর্তী দেশকে লাভবান করতে আওয়ামী লীগ স্বাস'্যখাতকে ধ্বংস করেছিল’
স্টাফ রিপোর্টার, রংপুর থেকে
১৩ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবারডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)'র প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেছেন, পার্শ্ববর্তী দেশকে প্রতিবছর ১০ বিলিয়ন ডলার আয় দেয়ার লক্ষে একটি মাষ্টার প্লান করে বিগত সরকার দেশের স্বাস'্যখাত দুর্নীতি করে ধ্বংস করে দিয়েছে। দেশের ভঙ্গুর স্বাস'্যখাতের জন্য প্রতিবছর বাংলাদেশ থেকে ১০ বিলিয়ন ডলার আয় করে পাশ্ববর্তী দেশ। বাংলাদেশের স্বাস'্যখাত ধ্বংস হলে পাশ্ববর্তী দেশের লাভ হয়। বুধবার দুপুরে রংপুর মেডিকেল কলেজের শহীদ রফিকুল ইসলাম মিলনায়তনে ড্যাবের রংপুর বিভাগীয় সাংগঠনিক সমাবেশে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, বিগত সরকার দুর্নীতি করেও যদি স্বাস'্যখাতের উন্নতি করতো, তা হলেও ভালো হতো। সেটাও হয়নি। বিএনপি সরকার ২০০৬ সালে এ খাতে যা করেছে গেছে, তার থেকে উন্নতি তো হয়নি, বরং ধ্বংস করেছে।
স্বাস'্যখাত ধ্বংসের উদাহারণ হিসেবে তিনি বলেন, ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে জাতীয় ক্যান্সার হাসপাতালে চিকিৎসার জন্য লিনিয়ার মেশিন ৪টা কেনা হয়েছিলো। সমপ্রতি হাসপাতালে গিয়ে দেখা যায়, ৪টি মেশিনই নষ্ট হয়ে পরে আছে। তার মানে জাতীয় ক্যান্সার হাসপাতালেও ক্যান্সারের চিকিৎসা হচ্ছে না। রংপুর মেডিকেল হাসপাতালের ক্যান্সার মেশিন নষ্ট। সারাদেশের ক্যান্সার মেশিন নষ্ট।
ডোনার বলেন, বিএনপি সমমনা দল ক্ষমতায় আসলে আগামী ১০ বছরের জন্য খাতের উন্নয়ন নিয়ে পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান ৩১ দফার মধ্যেও স্বাস'্যখাতের উন্নয়নের কথা বলেছেন। এসময় উপসি'ত ছিলেন, ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব অধ্যাপক ডা. মো. আব্দুস সালামসহ অন্যরা।