ঢাকা, ২১ মার্চ ২০২৫, শুক্রবার, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২০ রমজান ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

পীরগঞ্জে বিএনপি’র কমিটিতে কৃষকলীগ নেতা

স্টাফ রিপোর্টার, রংপুর থেকে
১৩ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার

রংপুরের পীরগঞ্জে বিএনপি’র রাজনীতিতে ফ্যাসিস্ট আওয়ামী কৃষকলীগের নেতা অনুপ্রবেশসহ কমিটির পদ বাগিয়ে নেয়ায় বিক্ষুব্ধ হয়ে উঠেছে নেতাকর্মীরা। অভিযোগ উঠেছে ইউনিয়ন কমিটি গঠনের নামে বিএনপি’র সিনিয়র নেতাদের পদ বাণিজ্যের। এ ব্যাপারে বিএনপি’র কেন্দ্রীয় কমিটিসহ উর্ধ্বতন নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনাসহ স'ানীয় নেতাদের অভিযোগ করা হয়েছে। বুধবার বিকেলে নগরীর একটি কমিউনিটি সেন্টার মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পীরগঞ্জের বিএনপি নেতা জাহিদুল ইসলাম। তিনি সাংবাদিকদের অভিযোগ করে বলেন, দীর্ঘ ২৭ বছর ধরে বিএনপি’র রাজনীতির সাথে জড়িত থেকে বিগত সময়ে আওয়ামী সরকারের রোষানলে পড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছি। সম্প্রতি বিএনপি’র ইউনিয়ন কমিটি গঠনের উদ্যোগ নিয়ে গত ৯ ফেব্রুয়ারি দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে জেলা আহ্বায়ক সাইফুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সদস্য সচিব জাকির হোসেন সহ অন্যান্য নেতারা উপসি'ত ছিলেন। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত আলোচনা শেষে আকস্মিকভাবে পীরগঞ্জ উপজেলার ৫নং মদনখালী ইউনিয়নের আওয়ামী কৃষক লীগের অনুপ্রবেশকারী মোঃ শাহজাহান আলীকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হলে ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়। সংবাদ সম্মেলনে নেতাকর্মীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে আওয়ামী সরকার ক্ষমতায় থাকাকালীন সময় কৃষক লীগের শাহজাহান আলী মিছিল-মিটিং ও অর্থ প্রদানসহ রাজনীতি নিয়ন্ত্রণ করে আসছিলেন। হঠাৎ পট পরিবর্তনের পর উপজেলা বিএনপি’র আহ্বায়ক মাহমুদুন্নবী পলাশ ও সদস্য সচিব জাকির হোসেনসহ কতিপয় নেতাকর্মীকে ম্যানজ করে ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক পদ বাগিয়ে নেন। এতে বিএনপি’র ত্যাগী নেতাকর্মীরা হতাশ হয়েছেন।
ওদিকে একই সংবাদ সম্মেলনে চৈত্রকল ইউনিয়নের মমিনুর রহমান অভিযোগ করে বলেন, কমিটি গঠনের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। নিয়ম অনুযায়ী ১০ হাজার টাকার মনোনয়নপত্র সংগ্রহ করি। সেই সাথে প্রতিটি ওয়ার্ডের সভাপতি-সম্পাদকসহ সকলের কাছে ভোট চাই। কিন' রহস্যজনকভাবে বিএনপি নেতা তাহসিন ও হাবিব ব্যালটের ভোট না নিয়ে তাদের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করলে নেতাকর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অগণতান্ত্রিকভাবে অনৈতিক কমিটি বাতিল করে পুনরায় ভোটের মাধ্যমে কমিটি গঠন করার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। এ ব্যাপারে পীরগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক মাহমুদুন্নবী পলাশের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status