বাংলারজমিন
তারাকান্দায় খাস জমি দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবারতারাকান্দায় খাস জমির দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। গতকাল বিকালে উপজেলার বালিখা ইউনিয়নের ঢাকিরকান্দা (চিনাপতি) গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, আবু হানিফা (৬৫), তার স্ত্রী শিরিনা খাতুন (৬০), তার পুত্র শহিদুল (৩৫), হামিদুল (৪০), ভাতিজা এরশাদ আলী (৪০), চাচা আবদুল কাদির (৪৫), মোরছালিন (৩০) ও আমিনুল ইসলাম(২০) এবং প্রতিপক্ষের আরিফুল ইসলাম (২৭), মাওলানা রুহুল আমিন (৩৫) ও তাওহিদুল ইসলাম (২৫)। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আরো ৮-৯ জন আহত নারী-পুরুষকে স'ানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
জানা গেছে, ওই গ্রামের সাবেক ইউপি সদস্য সোহরাব আলী গংদের সঙ্গে একই গ্রামের সাবেক ইউপি সদস্য শিরিনা আক্তারের স্বামী আবু হানিফা গংদের এক খন্ড খাস জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গতকাল বিকালে সোহরাব গং দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে বিরোধপূর্ণ জমি দখল করতে যায়। এরপর হানিফা গং তার দলবল নিয়ে জমিতে গেলে উভয়পক্ষের মধ্যে বাকবিতন্ড হয়। একপর্যায়ে উভয় পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। তারাকান্দা থানার ওসি মোহাম্মদ টিপু সুলতান জানান, পুলিশ ঘটনাস'ল পরিদর্শন করেছে। এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস'া গ্রহণ করা হবে।