ঢাকা, ২১ মার্চ ২০২৫, শুক্রবার, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২০ রমজান ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

‘ডেভিল হান্টে’ ৪ দিনে গ্রেপ্তার ৫১৯৫

বাংলারজমিন ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার

সন্ত্রাসী ও অপরাধীদের দমনে সারাদেশব্যাপী পরিচালিত অপারেশন ডেভিল হান্টের চতুর্থ দিনে আরও ৫৯১ আসামিকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া অন্যান্য মামলা ও ওয়ারেন্টের ভিত্তিতে ১ হাজার ৯৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৬৮৬ জনকে। অভিযানে অস্ত্রও উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান। এর আগে গত তিন দিনে সারাদেশে পরিচালিত অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার করা হয় ৪৬০৪ জন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে-

ফেনীতে গ্রেপ্তার ৮ 
ফেনী প্রতিনিধি জানান, ফেনীতে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও আটজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার দুপুর থেকে বুধবার দুপুর পর্যন্ত জেলার ছয় উপজেলার বিভিন্ন স'ানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে গত তিনদিনে ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের মো. ফরহাদুল ইসলাম (৪০), ছাগলনাইয়া উপজেলার উত্তর যশপুর গ্রামের মো. মামুনুল হক পাটোয়ারী (৫০), মধ্যম মটুয়া গ্রামের ওসমান গনি (২২), সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের মধ্যম চর চান্দিয়া গ্রামের শফিকুল ইসলাম (৫২), গুণক গ্রামের হোসেন মো. আলমগীর (৫২), দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের জয় নারায়ণপুর গ্রামের বেলাল হোসেন (৫২), সিন্দুরপুর ইউনিয়নের মধ্যম কৌশল্যা গ্রামের নেছার উদ্দিন (২৪) ও পরশুরাম উপজেলার ডিএম সাহেব নগর গ্রামের মেহেরু উল্লাহ (৪৫)। পরিদর্শক ইকবাল হোসেন বলেন, আটককৃত আটজনকে গত ৫ই আগস্ট পরবর্তী ফেনী মডেল থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ে সংঘটিত হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বান্দরবানে সাবেক কাউন্সিলরসহ আটক ২
বান্দরবান প্রতিনিধি জানান, বান্দরবানে জেলা কৃষক লীগের নেতা ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার বিকালে বান্দরবান পৌরসভার  বাস স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক সেলিম রেজা বান্দরবান জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর। অপরজন বান্দরবান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঝুন্টু দাশ। বান্দরবান সদর থানার ওসি মো. মাসুদ পারভেজ জানান, যৌথ বাহিনীর অভিযানে দু’জনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।
কটিয়াদীতে ৭ আটক 
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের কটিয়াদীতে বিশেষ অভিযানে আওয়ামী লীগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাতজনকে আটক করেছে পুলিশ। সোমবার থেকে বুধবার পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তারা হলেন- লোহাজুরী ইউনিয়ন সৈনিক লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম (৩৯), মুমুরদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন (৩৫), আচমিতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি পল্টন দেবনাথ (৩৭), আচমিতা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি জয় ওরফে হৃদয় (৪০), চান্দপুর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মন্টু (৩৫), নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা রাজিব আহমেদ (২২) ও রিপন মিয়াকে (১৯) গ্রেপ্তার করে। কটিয়াদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমূলক অভিযোগ রয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিসি'তি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে।
মৌলভীবাজারে গ্রেপ্তার ১৭ 
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে জানান, মৌলভীবাজারে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা জেলার বিভিন্ন উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী। বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন মুঠোফোনে মানবজমিনকে জানান, জেলায় এ পর্যন্ত ১৭ জনসহ মোট ৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।  
সৈয়দপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি জানান, নীলফামারীর সৈয়দপুরে ইউপি চেয়ারম্যান মো. মনিরুজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানে নাশকতার অভিযোগে দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি। তিনি উপজেলার বোতলাগাড়ী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মঙ্গলবার ওই ইউনিয়নের কিসামত কাদিকোল এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আশুলিয়ায় গ্রেপ্তার ৫
আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা জানান, আশুলিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে থানা ও জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় একটি বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। গতকাল এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির। এর আগে, মঙ্গলবার রাত ৮টা থেকে বুধবার ভোর পর্যন্ত আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- সিরাজগঞ্জ সদর থানার ছোনগাছা এলাকার মো. মিন্টু মিয়ার ছেলে রানা মিয়া (৩২)। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকার মৃত আব্দুল মালেক মোল্লার ছেলে রাজা মোল্লা (৪০), আশুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও আশুলিয়ার খেজুর বাগান এলাকার মৃত নুরুল হকের ছেলে মশিউর রহমান (৩৮), আশুলিয়ার রোস্তমপুর এলাকার মৃত জগন্নাথ শাহার ছেলে বিজয় গোপাল শাহা (৬৫) ও আশুলিয়ার কাঠগড়া দুর্গাপুর এলাকার আব্দুল গনির ছেলে আমিনুল ইসলাম সুমন (৩১)। 
গাজীপুরে আটক ৪৮ 
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে জানান, চতুর্থ দিনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আট থানায় ৪০ জন ও জেলার পাঁচ থানায় ৮ জনকে আটক করা হয়েছে। এ নিয়ে গত চার দিনে মোট ৩০৯ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের অধিকাংশই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থক। মহানগর পুলিশের সিটি এসবি’র উপ-কমিশনার আলমগীর হোসেন জানান, মহানগরের আটটি থানায় অপারেশন ডেভিল হান্টের চতুর্থ দিনে ৪০ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে টঙ্গী পূর্ব থানায় তিনজন, টঙ্গী পশ্চিম থানায় চারজন, গাছা থানায় ৫, বাসন থানায় ৭, সদর থানায় ৯ জন, পুবাইল থানায় ৩ জনসহ মোট ৪০ জনকে আটক করা হয়েছে। এ নিয়ে চারদিনে গাজীপুর মেট্রোপলিটন এলাকায় মোট ১৮৮ জনকে আটক করা হয়েছে। জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস'া নেয়ার প্রক্রিয়া চলছে।
চাটখিলে গ্রেপ্তার ৩
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি জানান, চাটখিল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. জসিম উদ্দিন (৪৪), পৌরসভা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম খলিল ওরফে কানা ইব্রাহিম (৪৮) ও খিলপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম জিহাদ (২৪)কে গ্রেপ্তার করেছে পুলিশ। চাটখিল থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, মঙ্গলবার গভীর রাতে বিশেষ অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে নোয়াখালী জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দেলদুয়ারে গ্রেপ্তার ৩
দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের দেলদুয়ারে ইউপি চেয়ারম্যানসহ তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে যৌথ বাহিনী তাদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন- এলাসিন ইউপি চেয়ারম্যান ও সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর ঘনিষ্ঠজন আওয়ামী লীগ নেতা মানিক রতন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার তারিকুল ইসলাম ছেন্টু ও আটিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শাহাদত হোসেন।
সুবর্ণচর স্ত্রীসহ বনদস্যু গ্রেপ্তার
সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি জানান, নোয়াখালীর দক্ষিণাঞ্চলীয় উপজেলা সুবর্ণচরের বনদস্যু ও ভূমিদস্যু একাধিক মামলার আসামি আবুল কালাম সফি বাতাইন্না (৬০)কে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। বুধবার ভোর ৫টায় চরজুবিলী ইউনিয়নের চর জিয়া উদ্দিন এলাকায় তার আস্তানা থেকে অভিযান চালিয়ে তাকে তার চতুর্থ স্ত্রী হাসিনা বেগম (৫০)সহ গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি দেশীয় রামদা ও একটি চাকু পাওয়া যায়।
সদরপুরে গ্রেপ্তার ৩
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের সদরপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ঢেউখালি ইউনিয়নের পিয়াজখালি বাজার এলাকা থেকে তাদের আটক করে সদরপুর থানা পুলিশ। আটককৃতরা হলেন- সদরপুর উপজেলার ঢেউখালি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক টুটুল খাঁন (২৫), ঢেউখালি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবুল খাঁন (৫০) এবং ঢেউখালি ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঈন খাঁন (৪৫)। পুলিশ জানায়, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত ও নাশকতা সৃষ্টির অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে।
গুরুদাসপুরে ২ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি জানান, নাটোরের গুরুদাসপুরে দুই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার রাতে বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ শাখার ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান প্রান্ত (২৪)কে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার চাঁচকৈড় বাজারপাড়া মহল্লার স্বেচ্ছালীগ নেতা মাসুদ সরকারের ছেলে। এ ছাড়াও গুরুদাসপুর ইউনিয়ন ছাত্রলীগ শাখার সভাপতি সালমান শুভ (২৮)কে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শুভ উপজেলার পূর্বপাড়া গ্রামের মবু মিয়ার ছেলে। 
নোয়াখালীতে আটক ১৩
স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে জানান, নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় ১৩ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে আজ সকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে। এ সময় আটকদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা মামলার আসামি আওয়ামী লীগের নেতাকর্মী ও তালিকাভুক্ত সন্ত্রাসী রয়েছে। বুধবার সকালে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপ্‌স) মোহাম্মদ ইব্রাহীম এ তথ্য মানবজমিনকে নিশ্চিত করেন। তিনি বলেন, অস্ত্রধারী সন্ত্রাসী ও অপরাধীদের গ্রেপ্তারের মাধ্যমে জনমনে স্বস্তি ফিরিয়ে আনার লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে।
খুলনায় সাবেক কাউন্সিলরসহ গ্রেপ্তার ১৪
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে জানান, খুলনায় যৌথ বাহিনীর অভিযান কেসিসি’র সাবেক কাউন্সিলর ও মোংলা পৌর আওয়ামী লীগ নেতাসহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতভর নগরী ও জেলার বিভিন্ন স'ানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে খুলনা মহানগরীর দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকা থেকে খুলনা সিটি করপোরেশন ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহাদাত মিনাকে গ্রেপ্তার করা হয়। ওইদিন রাতে তাকে খালিশপুর থানায় দায়ের হওয়া ভাঙচুর মামলায় তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, সন্ত্রাসী যত বড় হোক না কেন তারা আইনের ঊর্ধ্বে নয়। আইনশৃঙ্খলা পরিসি'তি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status