ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

প্রথম পাতা

গাজীপুরে হামলায় আহত কাশেমের মৃত্যু

স্টাফ রিপোর্টার
১৩ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার
mzamin

গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের সময় হামলায় আহত আবুল কাশেম (২০) নামে এক যুবক মারা গেছেন। গতকাল বিকাল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের আবাসিক চিকিৎসক মো. আব্দুল আহাদ বলেন, তার মাথায় কোপানো হয়েছিল। শুক্রবার রাতে আমরা অস্ত্রোপচার করি। এরপর তাকে পোস্ট অপারেটিভ থেকে আইসিইউতে নেয়া হয়। সেখানে তার সেপ্টিসেমিয়া ডেভেলপ করে। জ্বর কমে না কিন্তু প্রেশার কমে যাচ্ছিল। বিকালের দিকে সে মারা যায়। কাশেমের বাড়ি গাজীপুর বোর্ডবাজার এলাকায়। তার বাবা মৃত জামাল হাজী।

উল্লেখ্য, গাজীপুর মহানগরের ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে গত শুক্রবার রাতে দুষ্কৃতকারীরা হামলা ও ভাঙচুর চালায়। খবর পেয়ে গাজীপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা হামলাকারীদের প্রতিহত করতে যান। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের লোকজন তাদের ওপর হামলা চালায় ও মারধর করে। এতে ১৭ জন গুরুতর আহত হন।

পাঠকের মতামত

ছাত্র আন্দোলন।।।।।। মায়ের বুক খালি।।।।৫ই আগষ্ট পরে কার নামে মামলা হবে।।।।।। ।

Mohammed Alam hossai
১৪ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার, ৬:২৪ পূর্বাহ্ন

প্রথম পাতা থেকে আরও পড়ুন

প্রথম পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status