ঢাকা, ২৬ এপ্রিল ২০২৫, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ শাওয়াল ১৪৪৬ হিঃ

প্রবাস

নিউ ইয়র্কে বিএনপি নেতা নোমানের জন্য দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক

(১ মাস আগে) ১ মার্চ ২০২৫, শনিবার, ৭:৫২ অপরাহ্ন

mzamin

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় বাদ এশা অনুষ্ঠিত দোয়া মাহফিলের আয়োজন করে নিউইয়র্কে অবস্থানরত নোমানের কয়েকজন কর্মী সমর্থক এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত দোয়া মাহফিলে ইসলামিক সেন্টারের পেশ ইমাম মওলানা আব্দুস সাদেক দোয়া পরিচালনা করেন। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তারিক চৌধুরী দিপু ও মাকসুদুল হক চৌধুরী।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা যথাক্রমে জসিম ভুঁইয়া, আব্দুস সবুর, শামসুল ইসলাম মজনু, মোশাররফ সবুজ, এডভোকেট কাজী খায়রুল বাশার, তারিক চৌধুরী দিপু, মাকসুদুল হক চৌধুরী, বদিউল আলম, নাসিম আহমেদ, মোতাহার হোসেন, সুলতান আহমেদ ভুঁইয়া, মোহাম্মদ বাচ্চু মিয়া, মৃধা মোহাম্মদ জসিম, নুর আলম, রাশেদ রহমান, মির্জা আজম, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো হাকিম ও মোহাম্মদ নাদের।

এর আগে, গত মঙ্গলবার (২৫শে ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে রাজধানীর ধানমণ্ডির বাসায় ইন্তেকাল করেন আবদুল্লাহ আল নোমান। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে হেলিকপ্টার যোগে তার মরদেহ চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে নেয়া হয়। পরে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) গ্রামের বাড়ি রাউজান উপজেলার গহিরায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয় এই বিএনপি নেতাকে।

প্রবাস থেকে আরও পড়ুন

আরও খবর

প্রবাস সর্বাধিক পঠিত

বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্বের নিদর্শন/ আবারো খুলছে মালয়েশিয়ার কলিং ভিসা

কারী লাইফ অ্যাওয়ার্ডস ও গালা ডিনার/ যুক্তরাজ্যের সেরা শেফ ও রেস্টুরেটার্সদের সম্মাননা

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status