ঢাকা, ২৬ এপ্রিল ২০২৫, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ শাওয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

পথে স্ট্রোক করে বরের মৃত্যু, বিয়ে বাড়ির আনন্দ রূপ নিলো বিষাদে

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

(১ মাস আগে) ৬ মার্চ ২০২৫, বৃহস্পতিবার, ১:২০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৫৯ অপরাহ্ন

mzamin

বর সেজে গাড়ি চেপে বিয়ে করতে মৌলভীবাজারের কমলগঞ্জের পাত্রখোলা চা বাগানের নতুন লাইনে কনের বাড়িতে যাচ্ছিলেন মুন্না রাজগড়। বুধবার সন্ধ্যায় মৌলভীবাজারের জুড়ি উপজেলার রাজকী চা বাগানের নিজ বাড়ি থেকে স্বজন ও প্রতিবেশীদের নিয়ে বর সেজে গাড়ির বহর নিয়ে কমলগঞ্জে পৌঁছান। রাত ১০টার দিকে গাড়ি বহরটি কনের বাড়ি থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে মাধবপুর চা বাগানে পৌঁছামাত্রই বর মুন্না স্ট্রোক করেন। এ সময় বর যাত্রীদের গাড়িগুলো রেখে বরকে বহনকারী গাড়িটি সাথে সাথে ঘুরিয়ে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। 
সেখানে কর্তব্যরত চিকিৎসক বর মুন্না রাজগড়কে মৃত ঘোষণা করেন।

এই সংবাদ কনের বাড়িতে পৌঁছলে বিয়ে বাড়ির সব আনন্দ আয়োজন মুহূর্তেই রূপ নেয় বিষাদে। কনের স্বপ্নে নেমে আসে অমানিশার অন্ধকার। বিয়ে বাড়ি আর বর যাত্রীদের মধ্যে শুরু হয় শোকের মাতম। বধূ সেজে থাকা সম্পদ রাজগড়ের কন্যা সুমি রাজগড় নতুন জীবন শুরুর আগেই হবু স্বামীকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন। মৃত্যুর এমন সংবাদে স্তব্ধ হয়ে যায় বিয়ের ধুমধাম। কান্নার রোল পড়ে দুই পরিবারেই।

পাঠকের মতামত

১৯৯২ সালে সহকারী ব্যবস্থাপক হিসাবে যোগ দিই পাত্রখোলা চা বাগানে। সেই পাত্রখোলা খবরে আসবে, তাও এক নিদারুণ শোক সংবাদ হয়ে তা কখনও কল্পনাও করিনি।

মাহবুবুর রহমান শিশির
৬ মার্চ ২০২৫, বৃহস্পতিবার, ৯:৪০ অপরাহ্ন

এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ মরহুমকে জান্নাত নসিব করুন এবং তার পরিবারকে এই বিশাল শোক সইবার শক্তি দিন। আমরা সবাই আপনাদের পাশে আছি।

মতো মজিবুর রহমান
৬ মার্চ ২০২৫, বৃহস্পতিবার, ৭:৩৮ অপরাহ্ন

মৃত্যু কত কাছে, এই মৃত্যুর ঘটনা তার প্রমাণ। যারা অবৈধ সম্পদ অর্জন করেন বা করার চেষ্টা করেন, তাদের শিক্ষা নেওয়া উচিত। দুনিয়া ক্ষণস্থায়ী।

Kazi
৬ মার্চ ২০২৫, বৃহস্পতিবার, ২:৫২ অপরাহ্ন

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status